পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আকাশ বিজয়বর্গীয়কে শোকজ় BJP-র - bat

অবশেষে নেওয়া হল পদক্ষেপ । পৌর আধিকারিককে ব্যাট দিয়ে পেটানোর কারণে আকাশ বিজয়বর্গীয়কে শোকজ় নোটিশ পাঠালো BJP।

ফাইল ফোটো

By

Published : Jul 4, 2019, 6:15 PM IST

Updated : Jul 4, 2019, 6:26 PM IST

দিল্লি, 4 জুলাই : যেন পর্বতের মুসিক প্রসব । অবশেষে, আকাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিল BJP । ইন্দোরের পৌর আধিকারিককে ব্যাট পেটা করার কারণ জানাতে বলে শোকজ় নোটিশ পাঠানো হল তাঁকে ।

গত 26 জুন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তপ্ত হয় ইন্দোর । তখনই ইন্দোর-3-এর BJP বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এক পৌর আধিকারিককে ব্যাট দিয়ে মারধর করেন । সেই ছবি টিভি-সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় । তারপরেই গ্রেপ্তার করা হয় আকাশকে । গত 30 জুন জামিন পান আকাশ । আকাশের জেল মুক্তির পর বন্দুক থেকে গুলি ছুড়ে- বাজি ফাটিয়ে রীতিমতো বিজয়োল্লাস মাতেন BJP কর্মীরা । প্রথম থেকেই এই ঘটনায় ছেলের হয়েই ব্যাট ধরতে দেখা গিয়েছিল BJP-র সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়কে । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠতম বন্ধু কৈলাসের ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেই শোনা যাচ্ছিল ।

আকাশের কীর্তি নিয়ে যখন তোলপাড় শুরু হচ্ছে, কংগ্রেস সহ বিরোধীরা যখন মুখ খুলছে তখনই নিজের অবস্থান জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে এক বৈঠকে এই ঘটনার তীব্র সমালোচনা করতে শোনা যায় মোদিকে । রীতিমতো রুষ্ঠ মোদি সেদিন বলেছিলেন, "কার ছেলে এটা না দেখে, এমন ঘটনা যে ঘটাতে পারে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ।"

মোদির মুখ খোলার পর থেকেই আকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলছিল । যদিও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে অমিত শাহের বন্ধুত্বের সম্পর্কের জন্য আকাশ বেঁচে যাবেন বলেও কোনও কোনও পক্ষে দাবি করা হচ্ছিল । কংগ্রেসের তরফে দাবি উঠছিল, মোদির মন্তব্যের পরেও কেন আকাশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না ? অবশেষে বৃহস্পতিবার আকাশ বিজয়বর্গীয়কে শোকজ় নোটিশ পাঠালো দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ।

Last Updated : Jul 4, 2019, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details