দিল্লি, 4 জুলাই : যেন পর্বতের মুসিক প্রসব । অবশেষে, আকাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিল BJP । ইন্দোরের পৌর আধিকারিককে ব্যাট পেটা করার কারণ জানাতে বলে শোকজ় নোটিশ পাঠানো হল তাঁকে ।
গত 26 জুন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তপ্ত হয় ইন্দোর । তখনই ইন্দোর-3-এর BJP বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এক পৌর আধিকারিককে ব্যাট দিয়ে মারধর করেন । সেই ছবি টিভি-সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় । তারপরেই গ্রেপ্তার করা হয় আকাশকে । গত 30 জুন জামিন পান আকাশ । আকাশের জেল মুক্তির পর বন্দুক থেকে গুলি ছুড়ে- বাজি ফাটিয়ে রীতিমতো বিজয়োল্লাস মাতেন BJP কর্মীরা । প্রথম থেকেই এই ঘটনায় ছেলের হয়েই ব্যাট ধরতে দেখা গিয়েছিল BJP-র সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়কে । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠতম বন্ধু কৈলাসের ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেই শোনা যাচ্ছিল ।