পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন রাজ্যসভার সদস্য অশোক গাস্তির - পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন অশোক গাস্তির

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ও কোভিড প্রোটোকল মেনে নবনির্বাচিত রাজ্যসভা সদস্য অশোক গাস্তির শেষকৃত্য সম্পন্ন হল রায়চুর তালুকে ৷ গাস্তি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন এবং গতকাল তিনি মারা যান ।

Ashok Gasti
Ashok Gasti

By

Published : Sep 18, 2020, 8:14 PM IST

বেঙ্গালুরু , 18 সেপ্টেম্বর : রায়চুর তালুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রাজ্যসভার নবনির্বাচিত সদস্য অশোক গাস্তির ৷ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই BJP নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন । সামাজিক দূরত্ব মেনে কয়েকজনের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । পুলিশকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁকে গার্ড অব অনার প্রদান করেন ।

2 সেপ্টেম্বর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 55 বছরের BJP নেতা অশোক গাস্তি ৷ এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল । গতকাল রাত দশটায় তাঁর মৃত্যু হয় ৷

গাস্তির মৃত্যুতে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদি একটি টুইট করেন ৷ টুইটে লেখেন , "রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি কর্নাটকে দলকে আরও শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন । তিনি সমাজের দরিদ্র ও প্রান্তিক শ্রেণির ক্ষমতায়নের বিষয়ে অনুরাগী ছিলেন । তাঁর মৃত্যুতে তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ।"

গাস্তির কোনও অঙ্গ কাজ করছিল না ৷ চিকিৎসকদের বিশেষজ্ঞ প্যানেলের নিয়মিত পর্যবেক্ষণে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি ।রায়চুরের বাসিন্দা গাস্তি এই বছর জুন মাসে BJP-র টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন । সাবিতা সমাজের মতো পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আসা গাস্তি RSS কর্মী ছিলেন ৷ এবং তিনি ছিলেন অখিল ভারতীয় ছাত্র পরিষদের সক্রিয় সদস্য ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details