কলকাতা, 26 এপ্রিল : কোরোনা সংক্রান্ত তথ্য গোপন করছে রাজ্য সরকার ৷ এই অভিযোগে নিজেদের বাড়িতে বসে বিক্ষোভ BJP-র নেতা-মন্ত্রী-সাংসদদের ৷ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, খগেন মুর্মু, রাজু বিস্তাসহ প্রায় সব BJP-র সাংসদকেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় ৷ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ইন্দোর থেকে বিক্ষোভ দেখান ৷
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন‘‘ কেরোনা মোকাবিলায় রাজ্য সরকার তথ্য গোপন করছে । লকডাউনের মাঝেই রেশনে দুর্নীতি হচ্ছে । তৃণমূলের নেতা বিধায়করা ত্রাণ দিচ্ছে, কিন্তু BJP সাংসদ, বিধায়ক, কর্মীদের ত্রাণ বিলি বণ্টনের ক্ষেত্রে লকডাউনের জুজু দেখানো হচ্ছে । আজ রাজ্য সরকারের এসব কাজের বিরুদ্ধে বাড়িতেই প্রতীকী অবস্থানে বসেছি ।’’