পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয় আসছে নিশ্চিত, বিকেলেই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ মোদির - Narendra Modi

আজ বিকেলেই দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি । আজকের বৈঠকে নয়া সংসদীয় কমিটি নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে সূত্রের খবর ।

নরেন্দ্র মোদি

By

Published : May 23, 2019, 12:41 PM IST

দিল্লি, 23 মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে দল । এই আভাস পাওয়ার পরই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি ।

আজ বিকেলেই দিল্লিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি । আজকের বৈঠকে নয়া সংসদীয় কমিটি নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে সূত্রের খবর । BJP সূত্রে খবর, বিগত সংসদীয় বোর্ডের প্রতিনিধিরা এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন ।

এ দিন ভোটের ফল প্রকাশের প্রাথমিক তালিকা সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে BJP নেতৃত্বাধীন NDA । বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণ করে দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে BJP-এর আসন । সূত্রের খবর, জয়ের গন্ধ পাওয়ার পরই দলীয় কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আজকের বৈঠক থেকেই আগামী দিনের জন্য বিশেষ কোনও পদক্ষেপ ঘোষণা করতে পারেন মোদি-শাহরা ।

ABOUT THE AUTHOR

...view details