পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'নির্বলা' মন্তব্যে অধীরকে ক্ষমা চাইতে হবে, BJP-র প্রতিবাদে তপ্ত লোকসভা - দিল্লি

বিতর্কিত মন্তব্য়র জন্য অধীর রঞ্জন চৌধুরিকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন BJP সাংসদরা ৷ গতকাল অধীর চৌধুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' বলে কটাক্ষ করেছিলেন ৷

লোকসভা
লোকসভা

By

Published : Dec 3, 2019, 1:00 PM IST

Updated : Dec 3, 2019, 7:20 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : লোকসভায় গতকাল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বিতর্কিত এই মন্তব্যর জন্য তাঁকে লোকসভায় ক্ষমা চাইতে বললেন BJP সাংসদরা ৷ গেরুয়া শিবিরের সাংসদদের প্রতিবাদের জেরে উত্তাল হয়ে ওঠে লোকসভা ৷

গতকাল অধীর চৌধুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'নির্বলা' বলে কটাক্ষ করেছিলেন ৷ সেই প্রসঙ্গ তুলে BJP সাংসদ পুনম মহাজন অধীরকে আক্রমণ করেন ৷ তাঁর দাবি,নির্মলা সম্পর্কে এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷

নাম না করে সোনিয়া গান্ধির কথাও তোলেন পুনম ৷ বলেন, "নির্বল তো আপনি নিজে দাদা (অধীররঞ্জন চৌধুরি) ৷ একটি পরিবারের একজন মহিলার জন্য আপনি দাঁড়িয়ে আছেন ৷ তাঁর সুরক্ষার জন্য লড়াই করছেন ৷"

গতকাল লোকসভায় অধীররঞ্জন চৌধুরি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাঁদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷"

Last Updated : Dec 3, 2019, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details