দিল্লি, 19 জুন : নির্বাচনী প্রচারে অতিরিক্ত ব্যয় করে নির্বাচন কমিশনের নজরে BJP সাংসদ তথা অভিনেতা সানি দেওল । ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে নোটিশ পেয়েছেন অভিনেতা । EC-র নজরে এসেছে, লোকসভা ভোটের প্রচারকালীন নির্ধারিত 70 লাখের বেশি ব্যয় করেছেন সানি দেওল ।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গুরুদাসপুর লোকসভা আসনে জয়লাভ করেন এই অভিনেতা । জানা গেছে, নিজের নির্বাচনী প্রচারে প্রায় 86 লাখ টাকা ব্যয় করেন সানি । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংসদ পদ খোয়াতে পারেন নয়া BJP সাংসদ । কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনী প্রচারে যে কোনও প্রার্থী নির্ধারিত 70 লাখ টাকা ব্যয় করতে পারেন । তার বেশি টাকা ব্যয় করলে জয়ীপ্রার্থীর সাংসদ পদ বাতিল হতে পারে । সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়ে থাকে ।
আরও পড়ুন : সিকিমে আটকে 300 পর্যটক, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস