হায়দরাবাদ,12জুন :BJP MLCরামচন্দ্র রাওকে গ্রেপ্তার করা হলহায়দরাবাদে ।COVID-19ইশুতে মুখ্যমন্ত্রীকেচন্দ্রশেখর রাওকে ডেপুটেশন দিতেযাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার হায়দরাবাদে - রামচন্দ্র রাও
কোরোনা ইশুতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে যাওয়ার পথে BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার করা হল হায়দরাবাদে । তিনি ডেপুটেশন দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে চেয়েছিলেন । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন প্রগতি ভবনে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয় ।
![BJP MLC রামচন্দ্র রাওকে গ্রেপ্তার হায়দরাবাদে bjp mlc n ramchander rao](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7585719-thumbnail-3x2-rao.jpg)
কোরোনানিয়ন্ত্রণে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর সমালোচনায় মুখর বিরোধীরা ।বিরোধীদের অভিযোগ,কোরোনানিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ব্যর্থ । এজন্য আজ এই ইশুতেBJP MLCরামচন্দ্র রাও মুখ্যমন্ত্রীকেডেপুটেশন দিতে যান । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পথেই তাঁকে পুলিশগ্রেপ্তার করে । এই বিষয়ে ক্ষুব্ধ এইBJP MLCমুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন ।শুধু তাই নয়,তাঁকেএভাবে গ্রেপ্তারের প্রতিবাদও করেন তিনি । রামচন্দ্র রাও বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার চেষ্টাকরার সময় আমাকে গ্রেপ্তার করা হয়। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই ।”
ওসমানিয়াবিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিদর্শক রমেশ নায়েক বলেন,“মুখ্যমন্ত্রীর বাসভবন প্রগতি ভবনেযাওয়ার চেষ্টা করায় আমরাBJP MLCরামচন্দ্র রাওকে গ্রেপ্তার করেছি।তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানায় পুলিশি হেপাজতে রয়েছেন ।”