পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাক্ষস সংস্কৃতি থেকে এসেছেন, মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অশালীন আক্রমণ৷ কাঠগড়ায় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷ নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ‘জয় শ্রীরাম‘ ধ্বনি ওঠে৷ যার প্রতিবাদ করেন মমতা৷ তারই প্রেক্ষিতে মমতার ডিএনএ-তে সমস্য়া রয়েছে বলে তোপ দাগেন সুরেন্দ্র৷ প্রশ্ন তোলেন মমতা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও৷

BJP MLA says Mamata belongs to 'demon culture'
মমতাকে অশালীন আক্রমণ বিজেপি বিধায়কের

By

Published : Jan 25, 2021, 2:50 PM IST

লখনউ, 25 জানুয়ারি :ফের বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অশালীন ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷ তিনি বলেন, মমতার ডিএনএ-তেই সমস্য়া রয়েছে ৷

গত শনিবার নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি বর্ণাঢ্য় অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রের তরফে ৷ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ তিনি বক্তব্য় রাখার জন্য় উঠতেই উপস্থিত জনতার মধ্য়ে একাংশ ‘জয় শ্রীরাম‘ বলে স্লোগান দিতে শুরু করেন ৷ সরকারি অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন আচরণের তীব্র সমালোচনা করেন মুখ্য়মন্ত্রী ৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দিতেও অস্বীকার করেন তিনি৷ মমতার এই পদক্ষেপের প্রেক্ষিতেই তাঁকে ফের একবার ব্য়ক্তিগতভাবে আক্রমণ করে বসেন সুরেন্দ্র৷

সাংবাদিকদের সুরেন্দ্র বলেন, ‘‘মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডিএনএ-তেই গন্ডগোল রয়েছে ৷ রাক্ষস সংস্কৃতি থেকে এসেছেন তিনি ৷ রাক্ষসরা কখনও ভগবান রামকে ভালোবাসতে পারবে না ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় অসৎ এবং শয়তান ৷ রামের প্রতি তাঁর ঘৃণা খুবই স্বাভাবিক ৷‘‘

সুরেন্দ্রর অভিযোগ, পশ্চিমবঙ্গে তৃণমূলের সদস্য়রা খুন আর হিংসা ছড়াচ্ছেন৷ এটাও তাঁদের ‘শয়তানি‘৷

আরও পড়ুন:'জয় শ্রীরাম স্লোগানে ভয় কেন?' মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার

বিতর্কিত মন্তব্য় করার জন্য় যথেষ্ট দুর্নাম রয়েছে সুরেন্দ্র সিংয়ের৷ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি এবং বিএসপি সভানেত্রী মায়াবতীকে মাঝেমধ্য়েই নিশানা করেন তিনি৷

ABOUT THE AUTHOR

...view details