চেন্নাই : দ্রাবিড় ভূমে এ যেন বিজেপির ‘বড়সড়’ ধাক্কা । অবশেষে তারা মেনে নিল তামিলনাড়ুতে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে এনডিএ জোটের অন্যতম শরিক এআইএডিএমকে । দিন কয়েক আগেও মনে করা হয়েছিল প্রার্থী একমাত্র বিজেপি-ই ঘোষণা করতে পারে । কিন্তু, সোমবার তামিলনাড়ুতে বিজেপির সাধারণ সম্পাদক সিটি রভি স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণার পূর্ণ অধিকার রয়েছে ক্ষমতাশীল এআইএডিএমকে দলের । তারাই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করবে ।
এআইএডিএমকে-এর সাধারণ পরিষদ ই কে পালানিস্বামীকে মুখ করে ভোটে লড়ার বিষয়ে সম্মতি দেওয়া এবং সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে না আসার কথা ঘোষণা করার পরই বিজেপির এই ইউ-টার্ন । প্রসঙ্গত, শুধু সম্মতি দেওয়াই নয়, এআইএডিএমকে-এর 11 সদস্যের পরিষদ পালানিস্বামীকে গত অক্টোবর মাসেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছিল । এ বিষয়ে বলা উচিত, গেরুয়া শিবিরের অনেক কেন্দ্রীয় নেতা, যেমন প্রকাশ জাওড়েকর ছিলেন এবারের তামিলনাড়ু নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী পদের অন্যতম দাবিদার । রাজ্যে গেরুয়া শিবিরের মুখ রভি বারবার এ কথা স্পষ্ট করে দিয়েছিলেন ।
বিষয়টি নিয়ে এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে বেশ কয়েকমাস ধরে চাপানউতোর চলছিল । চলছিল একে অপরকে আক্রমণ করার পালাও । পালানিস্বামীকে মেনে নিতে না পারলে তামিলনাড়ুতে জোট হওয়া সম্ভব নয় বলেও বিজেপির দিকে হুঙ্কার ছুঁড়তে দেখা গিয়েছিল এআইএডিএমকে নেতাদের । দলের প্রবীণ নেতা তথা ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুস্বামী স্পষ্ট করে বলেছিলেন, তামিলনাড়ুতে জাতীয় দলগুলোর কোনও প্রভাব নেই । ডিএমকে এবং এআইএডিএমকে-র সমর্থন ছাড়া কোনও জাতীয় রাজনৈতিক দল তামিলভূমে দাঁত ফোটাতে পারবে না । দলীয় কর্মসমিতির বৈঠকে সরব হওয়া ছাড়াও মুনুস্বামী অভিযোগ করেছিলেন, ই ভি রামাস্বামী এবং সি এন আন্নাদুরাইয়ের স্বপ্নকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছে ।
আরও পড়ুন :নয়া সংসদ ভবন নির্মাণে ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র
ঠিক এই মুহূর্তে রভি স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন করবে এআইএডিএমকে । সম্প্রতি ষষ্ঠ শতকের বিখ্যাত রক ফোর্ট মন্দিরে গিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব । সেখার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রভি বলেন, মুনুস্বামী এবং অন্যরা নানা বিষয়ে সমালোচনা করলেও এনডিএ-তে বিজেপির সঙ্গে এআইএডিএমকে-র জোট অটুট আছে ।