ফিরোজ়াবাদ, 17 অক্টোবর : উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে স্থানীয় BJP নেতাকে গুলি করে খুন । মৃতের নাম দয়াশংকর গুপ্তা । তিনি BJP-র মণ্ডল সহসভাপতি । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করেছে ।
জানা গেছে, গতরাতে নিজের দোকান বন্ধ করে ফিরছিলেন দয়াশংকর । সেইসময় বাজারে তাঁর উপর হামলা চালানো হয় । মোটর বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে । আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ । আটকদের মধ্যে একজন বীরেশ তোমার সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন । অন্য দুই অভিযুক্ত নরেন্দ্র তোমার ও দেবেন্দ্র তোমার সম্পর্কে বীরেশের কাকা ।
স্থানীয়দের বক্তব্য, দলে বীরেশের যোগদানে খুশি ছিলেন না দয়াশংকর । পুলিশের বক্তব্য, সম্প্রতি সোশাল মিডিয়ায় দু'জনের বাদানুবাদ হয়েছিল । BJP নেতার মৃত্যুর পর স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় । দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় । রাস্তা অবরোধের চেষ্টা করে ।
পুলিশ অফিসার মুকেশ কুমার মিশ্র বলেন, "অজ্ঞাতপরিচয় কয়েকজন দয়াশংকরের উপর হামলা চালায় । তদন্ত চলছে । 24 ঘণ্টার মধ্যে খুনের কিনারার লক্ষ্য নেওয়া হয়েছে । "