পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'জয় শ্রীরাম স্লোগানে ভয় কেন?' মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার - BJP leader sends copy of Ramayana to Mamata Banerjee

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান তোলায় ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় তাঁকে কটাক্ষ করে রামায়ণের প্রতিলিপি উপহার দিলেন মধ্যপ্রদেশের বিজেপির এক নেতা। তাঁর প্রশ্ন, ''জয় শ্রীরাম স্লোগানে এত ভয় পাচ্ছেন কেন মমতা?''

BJP leader gifts Ramayana to Mamata Banerjee
'জয় শ্রীরাম স্লোগানে ভয় কেন?' মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার

By

Published : Jan 24, 2021, 7:17 PM IST

ভোপাল, 24 জানুয়ারি: পরাক্রম দিবসে ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে বিতর্কে চাপানউতোর অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে ওঠার আগেই দর্শকাসন থেকে একদল বিজেপি সমর্থক 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ায় ক্ষোভে আর ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় তাঁকে কটাক্ষ করে একটি রামায়ণের প্রতিলিপি উপহার দিয়েছেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা। তিনি বলেন, জয় শ্রীরাম স্লোগান শুনে ভয় পেয়েছেন মমতা। সে জন্য তাঁকে মনোযোগ সহকারে রামায়ণ পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে ডাকা হল, তখন দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন৷ এতেই চূড়ান্ত ক্ষুব্ধ হন মমতা৷ তিনি বলেন, ‘‘এটা সরকারি অনুষ্ঠান৷ কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়৷ এভাবে কাউকে ডেকে অপমান করার কোনও মানে হয় না৷ তাই আমি ভাষণ দেব না৷’’ মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রের এক মন্ত্রী৷ সেই সময় মঞ্চে উপস্থিত সকলেই হতচকিত৷ কাউকে কিছু বলার সুযোগ না-দিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন নিজের আসনে৷

সেই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকার কটাক্ষের সুরে বলেছেন, ''মমতার উপর কি বাংলাদেশের চাপ রয়েছে? কেন তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে ভয় পাচ্ছেন? বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের কি তিনি ভয় পাচ্ছেন? মানুষ যখনই জয় শ্রীরাম বলছে, তখনই কেন ক্ষেপে যাচ্ছেন তিনি? তিনি কি বাংলাদেশি?''

আরও পড়ুন: মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

মমতার উদ্দেশে রামেশ্বর শর্মা আরও বলেন, ''দিদি, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বন্দেমাতরম স্লোগান প্রথম পশ্চিমবঙ্গ থেকেই উঠেছিল। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিকদের ভূমি এই বাংলা, ভারতে যদি রামের ভক্তরা তাঁর নামে স্লোগান দিতে না-পারেন, তাহলে কোথায় গিয়ে দেবেন?'' শর্মার দাবি, মানুষকে মুক্ত কণ্ঠে জয় শ্রীরাম স্লোগান দিতে দেওয়া উচিত। কোনও রাজনৈতিক দলের নেতারই এর বিরোধিতা করা উচিত না।

ABOUT THE AUTHOR

...view details