দিল্লি, 5 ফেব্রুয়ারি: 8 থেকে 12 ফেব্রুয়ারি৷ চলতি বাজেট অধিবেশনে এই পাঁচটা দিন দলের রাজ্যসভার প্রত্য়েক সাংদকেই সংসদে উপস্থিত থাকতে হবে৷ বিজেপির তরফে এই মর্মে জারি হয়েছে হুইপ৷ তাতে জানানো হয়েছে, চলতি অধিবেশনে একাধিক ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’’ ইশুতে আলোচনা করা হবে৷ পাস করাতে হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিল৷ সেই কারণেই দলীয় সাংসদদের উদ্দেশে জারি হয়েছে এই হুইপ৷
বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকেই রাজ্য়সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হবে৷ পাস করা হবে বিভিন্ন বিল৷ 8 থেকে 12 ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে৷ তাই দলের রাজ্যসভার প্রত্য়েক সাংসদকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই পাঁচদিনের অধিবেশনে অবশ্যই উপস্থিত থাকেন৷ সরকারের অবস্থানকে সমর্থন জানাতেই তাঁদের উপস্থিত থাকতে হবে৷