জয়পুর, 11 জুলাই : কংগ্রেস বিধায়কদের অর্থের লোভ দেখিয়ে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে BJP ৷ রাজস্থানে তাঁর সরকারকে ফেলে দেওয়ার জন্য BJP চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ তিনি আরও অভিযোগ করেন, রাজস্থানের প্রধান বিরোধী দল একেক জন বিধায়ককে 15 কোটি টাকার প্রস্তাব দিয়েছে ৷
কংগ্রেস বিধায়কদের অর্থের লোভ দেখিয়ে দলে টানছে BJP : অশোক গেহলট - Ashok Gehlot media briefing
গত সপ্তাহে বিধায়ক ভাঙিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছিলেন কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশি ৷
অশোক গেহলট অভিযোগ করেন, ‘‘COVID-19 সংকটের মোকাবিলা করার জন্য যখন রাজ্য সরকার লড়াই চালাচ্ছে, তখন BJP সমস্যা তৈরি করতে ব্যস্ত ৷ রাজস্থানের প্রত্যেককে নিয়ে কংগ্রেস যখন চলতে চাইছে, তখন BJP সব সীমা অতিক্রম করে গেছে ৷ তারা ক্রমাগত আমাদের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ৷’’ এই প্রসঙ্গে তিনি গত বছর কর্নাটক সরকারের পতন ও চলতি বছরে জুন মাসে মধ্যপ্রদেশে BJP সরকার গঠনের কথা মনে করান ৷ দুই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল ৷ কিন্তু কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে BJP সরকার গঠন করে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দল পালটে নেওয়ার জন্য কংগ্রেস বিধায়কদের 15 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে BJP ৷ এটা ক্রমাগত হয়ে চলেছে ৷ 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে BJP-র আসল চেহারা সবাই দেখতে পাচ্ছে ৷ আগে ওরা প্রকাশ্যে যা করত, এখন সেসব লুকিয়ে করছে ৷ গোয়া, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এক চিত্র ৷’’
গুজরাত বিধানসভায় গত বছর সাতজন বিধায়ককে ‘‘কিনে’’ নিয়ে BJP ক্ষমতায় আসে বলে অভিযোগ করেন অশোক গেহলট ৷ রাজস্থানেও তারা সেটা করত ৷ কিন্তু কংগ্রেস তা আটকে দিয়েছে বলে জানান তিনি ৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘পরের নির্বাচনগুলিতে BJP-কে শিক্ষা দেবে সাধারণ মানুষ ৷’’ কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশি ‘বিধায়ক কেনা’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ রাজস্থানের কুশলগড়ের এক বিধায়ককে BJP এভাবে কিনে নিতে চেয়েছিল বলে অভিযোগ ৷ গত সপ্তাহে এই মর্মে এক বিবৃতি দেন মহেশ ৷ যদিও এই প্রসঙ্গে BJP কোনও মন্তব্য করেনি ৷ রাজস্থানের 200টি বিধানসভা আসনের মধ্যে 107টি আসন কংগ্রেসের দখলে রয়েছে ৷