পশ্চিমবঙ্গ

west bengal

'ভীরুদের সরকার', জামিয়ার ঘটনায় মন্তব্য প্রিয়াঙ্কার

By

Published : Dec 16, 2019, 7:58 AM IST

BJP একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে ৷ যুব শক্তির কণ্ঠরোধের চেষ্টা চলছে ৷ টুইটে সরব প্রিয়াঙ্কা গান্ধি ৷

ভীরুদের সরকার, দিল্লি-বিক্ষোভে মন্তব্য প্রিয়াঙ্কার
ভীরুদের সরকার, দিল্লি-বিক্ষোভে মন্তব্য প্রিয়াঙ্কার

দিল্লি, 16 ডিসেম্বর : 'ভীরু' ৷ কেন্দ্র সম্পর্কে এই কথাটিই উচ্চারণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । সেই সময় পুলিশ অনুমতি ছাড়াই প্রবেশ করে পড়ুয়াদের বেধড়ক মারধরে করে, অভিযোগ উঠেছে এমনই ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে ৷ সেই প্রেক্ষিতেই টুইট বার্তায় সরব হলেন প্রিয়াঙ্কা ৷

হিন্দি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পড়ুয়াদের মারধর করছে ৷ মানুষের কথা যখন সরকারের শোনার কথা ঠিক সেই সময়ে BJP সরকার উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও দিল্লিতে পড়ুয়া এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ৷ ভীরুদের সরকার ৷'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, যুবশক্তির কণ্ঠ কখনওই রোধ করা যাবে না ৷ সরকার আসলে জনগণের স্বরকে ভয় পাচ্ছে ৷ দেশের যুবদের একনায়কতন্ত্রের মাধ্যমে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন সোনিয়া কন্যা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা শশী তারুরও ৷

পুলিশের বক্তব্য, জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দু'ধারেই বিক্ষোভ চলছিল । হঠাৎই পড়ুয়ারা আক্রমণাত্মক হয়ে ওঠেন । ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে । সেবিষয়ে DCP চিন্ময় বিসওয়াল জানান, পুরোটাই রটনা । ঘটনাস্থানে কোনওরকম গুলি চালানো হয়নি ।

এদিকে, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন । এবিষয়ে জামিয়া মিলিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, "অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল।" পড়ুয়াদের আরও দাবি, পুলিশ ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢোকে । উপাচার্য নাজ়মা আখতার জানান, পুলিশ ক্যাম্পাসে প্রবেশে অনুমতি নেয়নি ৷ জামিয়ার ঘটনার পরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ দিল্লির অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও শুরু হয় বিক্ষোভ ৷

ABOUT THE AUTHOR

...view details