শ্রীনগর, 26 অক্টোবর : জাতীয় পতাকা নিয়ে শ্রীনগরের রাস্তায় মিছিল করল BJP ৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা PDP নেত্রী মেহবুবা মুফতির করা মন্তব্য়ের প্রতিবাদে আজ মিছিল করে তারা ৷
শ্রীনগরে জাতীয় পতাকা নিয়ে মিছিল BJP-র - মেহবুবা মুফতি
আজ শ্রীনগরের ঠাকুর হল থেকে গুপকার পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় ৷ তবে আজ জাতীয় পতাকা নিয়ে মিছিল করার সময় BJP কর্মীদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে ৷
13 অক্টোবর নজরবন্দী অবস্থা থেকে মুক্তি পান মুফতি ৷ এরপরই তিনি বলেন, যতদিন না জম্মু-কাশ্মীরের স্পেশাল স্ট্য়াটাস ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন না ৷ তাঁর এই ঘোষণার প্রতিবাদেই আজ জাতীয় পতাকা নিয়ে মিছিল করে BJP ৷
আজ শ্রীনগরের ঠাকুর হল থেকে গুপকার পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় ৷ তবে আজ জাতীয় পতাকা নিয়ে মিছিল করার সময় BJP কর্মীদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে ৷ যার জেরে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় । অভিযোগ, BJP কর্মীরা জোর করে শ্রীনগর লালচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা লাগানোর চেষ্টা করছিল ৷ শুধু তাই নয়, PDP-র সদর দপ্তরেও জাতীয় পতাকা লাগানোর চেষ্টা করে তারা ৷