পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংকটে সাধারণ মানুষের পকেট কাটতে ব্যস্ত সরকার, কেন্দ্রকে খোঁচা প্রিয়াঙ্কার

টানা 19 দিন ধরে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়ছে। এনিয়ে টুইটারে কেন্দ্রকে খোঁচা প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার।

Priyanka gandhi vadra
Priyanka gandhi vadra

By

Published : Jun 25, 2020, 6:16 PM IST

দিল্লি, 25 জুন : জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। টুইটারে তিনি লেখেন, " বিগত 19 দিন ধরে টানা পেট্রোল ও ডিজ়েলের মূল্য বৃদ্ধি করে BJP সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা সংকটের সময়ে সাধারণ মানুষের পকেট কাটতে ব্যস্ত। মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তরপ্রদেশে কংগ্রেসের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। সাধারণ মানুষ এই লুট মানতে রাজি নয়। "

আজ দিল্লিতে পেট্রোলের দাম 79.76 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 79.92 টাকা/লিটার হয়েছে। এবং ডিজেলের মূল্য 79.88 টাকা থেকে বেড়ে 80.02 টাকা/লিটারে পৌঁছেছে। 82 দিনের ব্যবধানের পর 7 জুন থেকে তেল কম্পানিগুলি ফের মূল্যবৃদ্ধি শুরু করে এবং লাগাতার 19 দিন ধরে পেট্রোল ও ডিজ়েলের মূল্য বৃদ্ধি হচ্ছে দেশজুড়ে। বিগত 19 দিনে ডিজ়েলের দাম প্রতি লিটারে 10.63 টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পেট্রোলের দাম প্রতি লিটারে 8.66 টাকা বৃদ্ধি পেয়েছে।

ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী সোমবার কংগ্রেসের তরফে দেশের নানা প্রান্তে প্রতিবাদ মিছিল বের করা হবে বলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং মূল্য হ্রাসের দাবিতে 29 জুন সকল কংগ্রেস কর্মী মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব-বিধি বজায় রেখে প্রতিটি জেলা হেডকোয়ার্টারের সামনে সকাল 10 টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টার ধর্ণায় বসবেন।

ABOUT THE AUTHOR

...view details