পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জলের তলায় অসমের 21 জেলা, মৃত 6 - অসমে বন্যা

প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ।

বন্যা পরিস্থিতি অসমে

By

Published : Jul 13, 2019, 1:48 PM IST

গুয়াহাটি, 13 জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম । গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেখানে । যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এখনও পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত । 21টি জেলা জলমগ্ন । বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রসহ মোট ছয়টি নদী । প্রশাসনিক সূত্রে খবর, বন্যা ও বৃষ্টিক কারণে এখনও পর্যন্ত ছজন মারা গেছে ।

প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । শুক্রবার থেকেই জলযান বন্ধ রাখা হয়েছে ।

জলমগ্ন অসমের 21জেলা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি ও নদীর জল হু হু করে নিচু জায়গায় ঢুকছে । সবথেকে খারাপ অবস্থা বারপেটার । সেখানকার প্রায় 85000 মানুষ ঘরছাড়া । জল ঢুকেছে কাজ়িরাঙ্গা ন্যাশনাল পার্কেও । সেখানকার পশু-পাখিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । কাজ়িরাঙ্গা সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচলে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার । কোনও পশু রাস্তায় এসে পড়লে, গাড়ির নিচে যেন চাপা না পড়ে সেজন্য এই বিধিনিষেধ ।

বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । ইতিমধ্যেই তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন । প্রশাসনিক আধিকারিকদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন । কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details