গুয়াহাটি, 13 জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম । গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেখানে । যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এখনও পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত । 21টি জেলা জলমগ্ন । বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রসহ মোট ছয়টি নদী । প্রশাসনিক সূত্রে খবর, বন্যা ও বৃষ্টিক কারণে এখনও পর্যন্ত ছজন মারা গেছে ।
প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও । সরকারি সূত্রে খবর, 27000 হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া । তাদের জন্য 68টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে । তবে চিন্তা বাড়িয়েছে পূর্বাভাস । কারণ, হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসনজুড়ে । ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । শুক্রবার থেকেই জলযান বন্ধ রাখা হয়েছে ।