দিল্লি, 5 অগাস্ট : আজ রাজ্যসভায় 370 ধারা রদের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি পেশ করেন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । সেই বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর এর পরেই অশান্ত হয় সংসদ । রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ তবে বিরোধী দলের সাংসদদের হট্টগোলের মাঝেই উলটো সুর বেশ কিছু বিরোধীদলের গলায় । তাদের মধ্যে অন্যতম মায়াবতীর বহুজন সমাজ পার্টি । BSP-র রাজ্যসভা সাংসদ সতীশ মিশ্র বলেন, তাঁর দল কেন্দ্রের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে ৷
BSP-র পাশাপাশি বিলটিকে সমর্থন জানিয়েছেন ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দলও । আজ রাজ্যসভায় BJD সাংসদ প্রসন্ন আচার্য বলেন, "আজ সত্যিকার অর্থে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়েছে । আমি ও আমার দল সরকারের এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি । আমরা একটি আঞ্চলিক দল ৷ তবে ভারতের সার্বভৌমত্ব আমাদের কাছে সব থেকে উপরে ।"
আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়