পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 17, 2021, 4:45 PM IST

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে একদিনে 983 পাখির মৃত্য়ুর রিপোর্ট

লাতুরে 253 টি পাখি ছাড়াও, ইয়াভাতমালে 205টি, আহমেদনগরে 151টি, ওয়ারধায় 109টি, নাগপুরে 45টি, গোন্ডিয়ায় 23টি পাখি সহ বাকি কয়েকটি জেলায় আরও বেশকিছু পাখির মৃত্য়ু হয়েছে ৷ থানে জেলার ঘোডবান্দর ও ডাপোলিতে কাক, হেরন এবং মুরামবাতে পোলট্রি খামারের পাখিদের নমুনা পজ়িটিভ এসেছে ৷ এই পাখিগুলির শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে ৷

bird-flu-983-more-birds-die-in-maharashtra-state-death-toll-soars-to-5151
মহারাষ্ট্রে একদিনে 983 পাখির মৃত্য়ুর রিপোর্ট

মুম্বই, 17 জানুয়ারি : দেশের বেশকিছু প্রান্তে বার্ড ফ্লু বা অ্য়াভিয়ান ইনফ্লুয়েঞ্জার আতঙ্ক এখনও রয়েছে ৷ এর মাঝেই শনিবার মহারাষ্ট্রে 983টি পাখির মৃত্য়ুর রিপোর্ট জমা পড়েছে ৷ যার ফলে মহারাষ্ট্রে মোট পাখির মৃত্য়ুর সংখ্য়া দাঁড়াল 5,151 ৷ মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য় অনুযায়ী, সবচেয়ে বেশি পাখির মৃত্য়ু হয়েছে লাতুরে ৷ সেখানে 253টি পাখি মারা গিয়েছে ৷ মহারাষ্ট্র পশুপালন দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘16 জানুয়ারি মোট 983টি পাখি মারা গিয়েছে ৷ মৃত পাখিদের নমুনা ভোপাল এবং পুনের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্য়ানিমেল ডিজ়িসে পাঠানো হয়েছে ৷ মোট 5,151টি বিভিন্ন প্রজাতির পাখি গত 8 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৷

লাতুরে 253 টি পাখি ছাড়াও, ইয়াভাতমালে 205টি, আহমেদনগরে 151টি, ওয়ারধায় 109টি, নাগপুরে 45টি, গোন্ডিয়ায় 23টি পাখি সহ বাকি কয়েকটি জেলায় আরও বেশকিছু পাখির মৃত্য়ু হয়েছে ৷ থানে জেলার ঘোডবান্দর ও ডাপোলিতে কাক, হেরন এবং মুরামবাতে পোলট্রি খামারের পাখিদের নমুনা পজ়িটিভ এসেছে ৷ এই পাখিগুলির শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে ৷ অন্য়দিকে, বীর জেলা থেকে পাঠানো কাকের শরীরে এইচ5এন8 ভাইরাস পাওয়া গেছে ৷ এইসব জায়গায় সরকারের তরফে ‘সংক্রামক এলাকা’ বলে ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : হরিয়ানায় 20 হাজার মৃত মুরগিকে মাটিতে পোতা হল

কেন্দ্র সরকারের তরফে বার্ড ফ্লুর সংক্রমণ রোধ করতে দেশের সব রাজ্য়গুলিতে সতর্কতামূলক নির্দেশকা জারি করেছে ৷ সেইমত রাজ্য় সরকারগুলি তাঁদের নিজ নিজ ক্ষেত্রে জন সচেতনতার জন্য় সংবাদমাধ্য়মে বিজ্ঞাপন দিতে শুরু করেছে ৷ সোশ্য়াল মিডিয়াতেও প্রচার চালানো হচ্ছে ৷ মৎস্য়, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সম্পূর্ণভাবে রান্না করা মাংস ও সিদ্ধ ডিম মানুষের খাদ্য় হিসেবে সম্পূর্ণ নিরাপদ ৷ তবে, কাঁচা বা অর্ধেক রান্না করা মাংস ও ডিম খেতে নিষেধ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details