দিল্লি, 26 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে উত্তপ্ত গোটা দেশ ৷ দিল্লি থেকে হায়দরাবাদ, অসম থেকে মুম্বই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে প্রতিনিয়ত ৷ প্রতিবাদ চলছে দেশের সর্বত্র ৷ শুধুমাত্র উত্তরপ্রদেশেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 16 জনের ৷ জামিয়া মিলিয়া-আলিগড় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, CAA আইনের প্রতিবাদে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ এই পরিস্থিতিরই তীব্র সমালোচনা করলেন দেশের সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তিনি বলেন, ''যাঁরা দেশে আগুন লাগাচ্ছেন, হিংসায় নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা নেতা নন ৷''
দিল্লির একটি অনুষ্ঠানে এসে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদের তীব্র নিন্দা করেন রাওয়াত ৷ আগামী 31 ডিসেম্বর অবসর নিচ্ছেন রাওয়াত ৷ তাঁর কথায়, ''জনগণকে পরিচালনা করাই শুধু মাত্র এক জন নেতার কাজ নয় ৷ নেতৃত্ব দেওয়া এতটা কঠিন কেন? কারণ তিনি যা করবেন, বাকিরা তা অনুসরণ করবেন ৷ এটা এত সহজ নয় ৷ এটা দেখে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও আসলে নেতৃত্ব দেওয়া অত্যন্ত কঠিন৷''