পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকাশ দুবের এনকাউন্টারই সঠিক দণ্ড : রামদেব - বাবা রামদেব ়

আজ ভোর সাড়ে 6 টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় উত্তরপ্রদেশের দুষ্কৃতী বিকাশ দুবের ৷ এরপর আজ সোশাল মিডিয়ায় বিকাশ দুবের মৃত্যু নিয়ে বললেন যোগগুরু বাবা রামদেব ৷ তিনি বলেন, এমন অপরাধীর এমনই সর্বসমক্ষে শাস্তি হওয়া প্রয়োজন ৷

Baba Ramdev statement on Vikas Dubey encounter
বিকাশ দুবের এনকাউন্টারই সঠিক দণ্ড ; বাবা রামদেব

By

Published : Jul 11, 2020, 4:57 AM IST

হরিদ্বার, 10 জুলাই : বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনাকে দোষীর সঠিক দণ্ড বললেন যোগগুরু রামদেব ৷ তাঁর মতে, প্রত্যেক অপরাধীরই এইভাবে সকলের সামনে শাস্তি দেওয়া দরকার ৷

একটি ভিডিয়োতে রামদেব বলেন, বিকাশ দুবের মতো অপরাধীদের শেষ এভাবেই হওয়া উচিত ৷ আইন, বিচারালয়, সংবিধান, লোকতন্ত্র এইসব সাধারণকে সুরক্ষা দিতে ও অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই ৷ শাস্তির প্রক্রিয়া যেমনই হোক, অপরাধীদের শাস্তি পাওয়া দরকার ৷ যে দেশে অপরাধীদের শাস্তি হয় না এবং সাধারণ মানুষ সুরক্ষা পায় না, সেদেশে অরাজকতা ছড়িয়ে পড়ে ৷ রাজনীতি ও অপরাধের যোগাযোগের ফলে সামাজিক, আর্থিক, রাজনৈতিক ও ধার্মিক ক্ষেত্রে প্রভাব পড়ে ৷ পাশাপাশি, অপরাধীদের এভাবেই সর্বসমক্ষে শাস্তি পাওয়া দরকার ৷ দেশের আইনের উপর আজও মানুষের আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে ৷

গতকাল বিকাশ দুবের গ্রেপ্তারির আগে তার শাগরেদদের গ্রেপ্তার করতে গিয়েও তাদের এনকাউন্টারে খতম করে পুলিশ ৷ অন্যদিকে, 3 জুলাই 8 পুলিশকর্মীর হত্যার পর বলা হয়েছিল, মূল অভিযুক্ত বিকাশকে ধরতে অতি তৎপর হয়েছে পুলিশ ৷ বিকাশের খোঁজ দিতে পারলে আড়াই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ পরে সেই পুরস্কার মূল্য বাড়িয়ে 5 লাখ টাকা করা হয় ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছিলেন, শহিদ পুলিশকর্মীদের বলিদান বিফলে যাবে না ৷

বিকাশ দুবের এনকাউন্টারই সঠিক দণ্ড ; বাবা রামদেব

গতকাল উজ্জয়িনের মহাকাল মন্দির থেকে বিকাশের গ্রেপ্তারির পর কড়া পুলিশি পাহারায় বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হচ্ছিল ৷ মাঝরাস্তায় টোল প্লাজার কাছে উলটে যায় গাড়ি ,সামান্য আহতও হয় সে ৷ এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়, আহত এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ ৷ পুলিশকর্মীর উপর গুলিও চালায় ৷ ঘটনায় জখম হন 4 পুলিশকর্মী ৷ এরপর পুলিশ পালটা গুলি চালায় । জখম হয় বিকাশ ৷ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details