মুজফরবাদ, 9 ডিসেম্বর : বিহারে এক যুবতিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল । ওই যুবতির শরীরের প্রায় 80 শতাংশ পুড়ে গেছে ৷ তাঁকে বিহারের মুজফ্ফরবাদের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । বিহার পুলিশ ঘটনার তদন্ত করছে ।
এবার বিহার, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে যুবতিকে পুড়িয়ে মারার চেষ্টা - বিহারে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ
পুলিশের তরফে জানা গেছে, শনিবার মুজ়ফ্ফরপুরের আহিয়াপুর থানা এলাকার ওই যুবতিকে ধর্ষণের চেষ্টা করে এক রাজা রায় নামের এক দুষ্কৃতী ৷ বাড়িতে একাই ছিলেন যুবতি ৷ সেই সুযোগে রাজা রায় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি তাতে বাধা দেন ৷
পুলিশের তরফে জানা গেছে, শনিবার মুজ়ফ্ফরপুরের আহিয়াপুর থানা এলাকার ওই যুবতিকে ধর্ষণের চেষ্টা করে এক রাজা রায় নামের এক দুষ্কৃতী ৷ বাড়িতে একাই ছিলেন যুবতি ৷ সেই সুযোগে রাজা রায় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি তাতে বাধা দেন ৷ তখনই তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে রাজা ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই যুবতির শরীরের 80 শতাংশ পুড়ে গেছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত রাজা রায়কে গ্রেপ্তার করা হয়েছে ৷
দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে । হায়দরাবাদের স্মৃতি থিতু হওয়ার আগেই উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু হয়েছে । যা নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ এরই মধ্যে সামনে এল বিহারের ঘটনা ৷ কয়েকদিন আগে হায়দরাবাদের এক 26 বছর বয়সি চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় । অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার পর ঘটনার পুনর্নিমাণের জন্য গত শুক্রবার তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় । পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালাতে গেলে পুলিশ তাদের এনকাউন্টার করে ৷ এই ঘটনার পরপরই উন্নাওকাণ্ডের নির্যাতিতাকে পাঁচ ব্যক্তি পুড়িয়ে মারার চেষ্টা করে । গত শুক্রবার নির্যাতিতা মারা যান ৷
TAGGED:
BIHAR ASSAULT