পটনা, 16 নভেম্বর : টানা চতুর্থবারের জন্য় বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার ৷ আর সেই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, NDA জনগণের রায়কে প্রতারিত করে ক্ষমতায় এসেছে ৷ তাই নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে RJD নেতা তেজস্বী যাদব উপস্থিত থাকবেন না ৷
নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট RJD-র
2020 বিহার বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে 12 হাজারের কিছু বেশি ভোট বিরোধী মহাজোটের থেকে পেয়েছে NDA। যা প্রকাশ্য়ে আসতেই জালিয়াতির অভিযোগে সরব হয়েছে RJD সহ বিরোধী মহাজোটের অন্য়ান্য় শরিক দলগুলি ৷ সেই রেশ বজায় রেখে, সোমবার নীতীশ কুমারের মুখ্য়মন্ত্রী পদে শপথের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে রাষ্ট্রীয় জনতা দল ৷
এবারের নির্বাচনে মহাজোটের থেকে সব মিলিয়ে 12 হাজারের কিছু বেশি ভোট পেয়েছে NDA । যা প্রকাশ্য়ে আসতেই কারচুপির অভিযোগে সরব হয়েছে RJD সহ মহাজোটের শরিক দলগুলি ৷ আর সেই কারণে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে RJD ৷ একটি টুইট করে RJD-র তরফে একথা জানানো হয়েছে । জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল, যা NDA-র বিপক্ষে ছিল ৷ যে রায়কে বদল করা হয়েছে ৷ বিহারের বেকার, কৃষক, ঠিকা কর্মী এবং শিক্ষকদের জিজ্ঞাসা করুন তাঁদের সঙ্গে কী হচ্ছে ? মানুষ NDA-র এই প্রতারণার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে ৷ আমরা পাবলিক রিপ্রেজ়েন্টেটিভ, তাই তাঁদের সঙ্গেই RJD থাকবে ৷ তেজস্বী যাদব ইতিমধ্য়েই পোস্টাল ব্য়ালটে পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷
রবিবার বৈঠকের পর রাজ্য়পাল ফাগু চৌহ্বানের সঙ্গে সাক্ষাৎ করে NDA-র সরকার গঠনের আবেদন জানান নীতীশ কুমার ৷ তারপরেই সোমবার শপথগ্রহণের অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয় ৷ সেইমতো এদিন বিকেল সাড়ে 4টেয় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে ৷ যেখানে টানা চারবার মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন JDU প্রধান ৷