পটনা, 4 অক্টোবর : বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম কোনও বৃহন্নলাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন । নাম মনিকা দাস । বাড়ি পটনায় । বয়স 32 বছর । তিনি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিজ়াইডিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন ।
কানাড়া ব্যাঙ্কের কর্মচারী মনিকা দাস 3 নভেম্বর পটনা বিধানসভা কেন্দ্রের এক পোলিং বুথে দায়িত্বে থাকবেন । 8 অক্টোবর পটনার গর্দানিবাগে নির্বাচনী কর্তারা তাঁকে ভোটকেন্দ্র পরিচালনা ও কোভিড-19 সুরক্ষাবিধির প্রশিক্ষণ দেবেন ।
এই প্রথমবার বিহারের বিধানসভা নির্বাচনে কোনও বৃহন্নলাকে প্রিজ়াইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হল । এর আগে 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রিজ়াইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন রিয়া সরকার নামে এক বৃহন্নলা। পেশায় তিনি স্কুল টিচার ।
আনন্দের সঙ্গে মণিকা দাস জানান, তাঁর এবং তাঁর সম্প্রদায়ের গর্বের বিষয় । তিনি নিয়ম নীতি মেনে তাঁর কর্তব্য় পালন করবেন ।
নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছেন । প্রথম দফার ভোট হবে 28 অক্টোবর । দ্বিতীয় দফার 3 নভেম্বর । শেষ অর্থাৎ তৃতীয় দফার ভোট হবে 7 নভেম্বর । ভোট গণনা হবে 10 নভেম্বর ।