গয়া, 20 সেপ্টেম্বর : চাষের জমিতে জলের সমস্যা । তাই নিজেই তিন কিলোমিটার লম্বা একটি খাল কেটে ফেলেছেন বিহারের লাউঙ্গি ভুঁইঞা । একা একা একটা গোটা খাল কাটা মুখের কথা নয় । রোজ একটু একটু করে কাটতেন । তিরিশ বছর ধরে এভাবে একটু একটু করে মাটি কাটতে কাটতে তৈরি করে ফেলেছেন তিন কিলোমিটার দীর্ঘ খাল । আর এই অসামান্য কাজের জন্য লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ।
স্থানীয় এক গাড়ি বিক্রেতা সিদ্ধিনাথ বিশ্বকর্মা জানিয়েছেন, “আনন্দ মাহিন্দ্রা লাউঙ্গি ভুঁইঞাকে নিয়ে একটি টুইট দেখেছিলেন । আর তখনই তিনি ঠিক করে নেন লাউঙ্গিকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা । এরপর স্থানীয় অফিসে তাঁকে ট্রাক্টর উপহার দেওয়ার বিষয়ে একটি ই-মেইলও আসে ।”
ওই গাড়িবিক্রেতা আরও বলেন, "আমি এই মুহূর্তের সাক্ষী থাকতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি । আমি গর্বিত যে আমি গয়ার বাসিন্দা, যেখানে লাউঙ্গির মতো লোকেরা থাকেন ।"