পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারের বন্যা পরিস্থিতির অবনতি, ক্ষতিগ্রস্ত 66 লাখ মানুষ - বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই বিহারে। এখনও পর্যন্ত বিহারে বন্যায় বিপর্যস্ত 66 লাখ মানুষ। মৃত্যু হয়েছে 19 জনের।

বিহার বন্যা
বিহার বন্যা

By

Published : Aug 6, 2020, 10:49 AM IST

পটনা, 6 অগাস্ট : দিন দিন অবনতি হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতির। 16টি জেলার 66 লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ৷ নেপালের নদীগুলিতে জল বেড়ে যাওয়ায় তা বিহারকে প্লাবিত করছে। তবে, বন্যায় নতুন করে আর কোনও মৃত্যু খবর নেই। মৃতের সংখ্যা 19।

উত্তর বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি বুধবার আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ পাশাপাশি দ্বারভাঙা জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান তিনি। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এই জেলা ।

বাগমতী, কামলা বালান ও আধওয়ারা এই তিনটি নদী দিয়ে ঘেরা দ্বারভাঙা জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এই জেলায় 18.71 লাখ মানুষ বন্যার কবলে রয়েছে এবং মৃত্যু হয়েছে সাত জনের। দ্বারভাঙার পর চম্পারণ, মুজফফরপুর, সীতামারি, মধুবনী সহ বিভিন্ন জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৷ ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলি থেকে মানুষজন ও পশুদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে NDRF-এর 23টি টিম।

মঙ্গলবারের পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় তিন লাখ বৃদ্ধি পেয়েছে । আকার প্রায় তিন লাখ বৃদ্ধি পেয়েছে এবং ক্ষতিগ্রস্ত পঞ্চায়েতের সংখ্যা বেড়ে হয়েছে 1,165টি।

ABOUT THE AUTHOR

...view details