পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত 45 লাখের বেশি মানুষ - বিহারে বন্যার খবর

বিহারে প্রায় 45 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন । গত 24 ঘণ্টায় বন্যায় কোনও ব্যক্তির মৃত্যু হয়নি । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 11 ।

bihar
bihar

By

Published : Aug 1, 2020, 3:28 PM IST

পটনা, 1 অগাস্ট : বিহারে আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি । নেপাল সীমান্ত এবং রাজ্যের উত্তরের জেলাগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত । এখনও পর্যন্ত প্রায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ।

বিহার ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় বন্যায় কোনও ব্যক্তির মৃত্যু হয়নি । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 11 ।

14টি জেলায় 1012 পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত । গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল 39.63 লাখ । আজ তা বেড়ে হয়েছে 45.39 লাখ ।

এখনও পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে 3.76 লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে । তাঁদের মধ্যে 26 হাজার 732জনকে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে । তৈরি করা হয়েছে 1193টি কমিউনিটি কিচেন । 7.71 লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ করছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নয় নম্বর ব্যাটেলিয়নের তরফে জানানো হয়েছে, 12টি বন্যা কবলিত জেলায় 21টি দল কাজ করছে । 8600-র বেশি মানুষকে উদ্ধার করেছে ।

পশ্চিম চম্পরণ, পূর্ব চম্পরণ, সরণ, গোপালগঞ্জ, সিওয়ান, দারভাঙা, মুজ়ফ্ফরপুর, সিতামারহি, মধুবনী, খাগরিয়া, সমষ্টিপুর, কিষাণগঞ্জ, সুপল, শেওহর জেলাগুলি বন্যা কবলিত । পশ্চিম চম্পরণে চারজনের এবং দ্বারভাঙায় বন্যায় সাত জনের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details