পটনা, 2 অগাস্ট : বিহারে আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি । গতকাল আরও দুইজনের মৃত্যু হয়েছে । এনিয়ে রাজ্যে বন্যায় মৃত বেড়ে হল 13 জন । প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । বিশেষত রাজ্যের উত্তর অংশে একাধিক এলাকায় নতুন করে বন্যার জল ঢুকছে । বিহার রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গতকাল মুজ়ফ্ফরপুরের দুইজনের মৃত্যু হয়েছে । এর আগে দ্বারভাঙায় সাতজন এবং পশ্চিম চম্পারণে চারজনের মৃত্যু হয়েছিল ।
বিহারের 14টি জেলা বন্যা কবলিত । এই জেলাগুলির প্রায় 49.05 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । শুক্রবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত ছিলেন 45.39 লাখ মানুষ । একদিনে আরও চার লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন । 1,043টি পঞ্চায়েত বন্যা কবলিত । শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা ছিল 1,012 । রিপোর্ট অনুযায়ী, বর্ষার শুরু থেকে এখনও পর্যন্ত 768.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যা সাধারণের থেকে 46 শতাংশ বেশি । ফলে, প্রতিদিনই জলস্তর বাড়ছে । রাজ্যের উত্তরের জেলাগুলিতে এবং নেপাল সীমান্তে বন্যার প্রভাব বেশি ।