পটনা, 22 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি । আজ দুপুরে টুইটারে একথা জানিয়েছেন তিনি নিজেই ।
তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । শুরুতে হালকা জ্বর থাকলেও গত দু'দিন ধরে নতুন করে আর জ্বর আসেনি । বর্তমানে তিনি পটনার AIIMS -এ চিকিৎসাধীন । তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা ।
টুইটারে তিনি জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণে থাকার জন্য হাসপাতালে ভরতি রয়েছেন । ইতিমধ্যেই তাঁর সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই রিপোর্ট স্বাভাবিক এসেছে । কোরোনাকে জয় করে অতি দ্রুত ফের নির্বাচনী প্রচারের ময়দানে ফিরবেন বলেও টুইটারে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : 2020 বিহার নির্বাচন : নীতীশ কুমারের সামনে একাধিক চ্যালেঞ্জ
সামনেই বিহার বিধানসভার নির্বাচন । চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার । ঘুঁটি সাজাতে সম্প্রতি কয়েকটি নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন সুশীলকুমার মোদি । রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বক্সার ও ভোজপুর জেলায় নির্বাচনী প্রচারেও দেখা যায় তাঁকে ।