পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ ফের বিহারে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী - Bihar assembly election 2020

আজ ছাপরা , পূর্ব চম্পারণ ও সমস্থিপুর-এই তিন জায়গায় সমাবেশ করবেন ।

Narendra Modi
নরেন্দ্র মোদি

By

Published : Nov 1, 2020, 8:13 AM IST

Updated : Nov 1, 2020, 11:10 AM IST

দিল্লি , 1 নভেম্বর : বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ দিন আজ । তার আগে ফের নির্বাচনী প্রচারের মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ তিনি ছাপরা , পূর্ব চম্পারণ ও সমস্থিপুর-এই তিন জায়গায় সমাবেশ করবেন । 3 নভেম্বর 94 টি বিধানসভা কেন্দ্রে বিহারের দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে ।

এছাড়া বাগাহাতেও আজ একটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি তৃতীয় দফার ভোট প্রচার শুরু করবেন । সমস্থিপুর ও বাগাহা-র নির্বাচনী সমাবেশে থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ।

এটি প্রধানমন্ত্রীর বিহারে তৃতীয় নির্বাচনী সফর । তিনি এর আগে 23 অক্টোবর দেহরি , গয়া ও ভাগলপুরে সমাবেশে বক্তব্য রেখেছিলেন এবং 28 অক্টোবর দ্বারভাঙা , মুজাফফরপুর এবং পটনায় নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন ।

NDA-র ক্ষমতায় ফিরে আসার জন্য বিহারে দ্বিতীয় দফার নির্বাচন গুরুত্বপূর্ণ । 3 নভেম্বর যে কেন্দ্রগুলিতে ভোট হবে , সেখান থেকে 2015 সালে, JD(U) 30 টি আসনে জিতেছিল । এবার 19 জন নতুন মুখকে টিকিট দিয়েছে JD(U) এবং এই পর্বে দুই মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে ।

Last Updated : Nov 1, 2020, 11:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details