দিল্লি , 1 নভেম্বর : বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ দিন আজ । তার আগে ফের নির্বাচনী প্রচারের মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ তিনি ছাপরা , পূর্ব চম্পারণ ও সমস্থিপুর-এই তিন জায়গায় সমাবেশ করবেন । 3 নভেম্বর 94 টি বিধানসভা কেন্দ্রে বিহারের দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে ।
এছাড়া বাগাহাতেও আজ একটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি তৃতীয় দফার ভোট প্রচার শুরু করবেন । সমস্থিপুর ও বাগাহা-র নির্বাচনী সমাবেশে থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ।