দিল্লি, 7 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 971 জন । যা আবারও দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 লাখ 46 হাজার 628-এ । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 287 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 6 হাজার 929-এ ।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ডের পরই বিশ্বে পঞ্চমে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত 82 হাজার 968 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন 2739 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে কোরোনা আক্রান্ত 30 হাজার 152 জন । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি । সংক্রমণ বাড়ছে দিল্লি ও গুজরাতেও । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে দশ হাজারের কাছাকাছিতে । রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা ফেরায় বাড়ছে সংক্রমণ । দেশে কোরোনা থেকে সুস্থ হওয়ার হার 48.36 শতাংশ । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 লাখ 19 হাজার 293 জন ।