পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক : দশ বছরে রেকর্ড পতন সেনসেক্সে - Coronavirus

কোরোনার আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজার থেকে নিজেদের অংশ তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা ৷ আর এতেই রেকর্ড ধস নেমেছে সেনসেক্সের সূচকে ৷

Sensex
শেয়ার বাজার

By

Published : Mar 9, 2020, 3:26 PM IST

মুম্বই, 9 মার্চ : দেশে দিন দিন বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে ধস পড়ছে শেয়ার বাজারে ৷ আজ সেনসেক্স পড়ল 2342.02 পয়েন্ট ৷ 2010 সাল থেকে রেকর্ড অঙ্কের পতন ঘটল সেনসেক্সে ৷

বিগত দশ বছরের ইতিহাসে এই পরিমাণ পতন আগে ঘটেনি ভারতের শেয়ার বাজারে ৷ আজ প্রায় 6 শতাংশ পড়ল সেনসেক্স ৷ পতন ঘটেছে নিফটির সূচকেও ৷ 662.4 পয়েন্ট কমে নিফটি সূচক 10,327.05 ৷

কোরোনার আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজার থেকে নিজেদের অংশ তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা ৷ আর এতেই রেকর্ড ধস নেমেছে সেনসেক্সের সূচকে ৷ এমনটাই মনে করছেন ভারতের শেয়ার বাজার পর্যবেক্ষকেরা ৷ পাশাপাশি, ইয়েস ব্যাঙ্কের ধুঁকতে থাকা অবস্থার কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আরও বেশি করে সূচক কমার প্রবণতা দেখা দিয়েছে সেনসেক্স ও নিফটি উভয় ক্ষেত্রেই ৷

শেষ দশ বছরে আজ নিজেদের শেয়ারের একদিনে সবথেকে খারাপ পতন দেখল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় ৷ প্রায় 11 শতাংশ পতন ঘটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ারের ৷ পতন ঘটেছে ONGC, বেদান্ত, TCS-এর মতো হেভিওয়েট সংস্থাগুলির শেয়ারেও ৷ ইয়েস ব্যাঙ্কের আর্থিক ঘাটতির খবর প্রকাশ্যে আসার পর থেকে বড়সড় পতন হয় বেসরকারি একাধিক ব্যাঙ্কের শেয়ারেও ৷

ABOUT THE AUTHOR

...view details