পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 ধারা প্রসঙ্গে লোকসভায় অধীরের ভূমিকায় রুষ্ট সোনিয়া ! - 370A

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির ভূমিকায় নাকি ক্ষুব্ধ সভানেত্রী সনিয়া গান্ধি

অধীরের উপর ক্ষিপ্ত সনিয়া

By

Published : Aug 6, 2019, 3:27 PM IST

Updated : Aug 6, 2019, 3:59 PM IST

দিল্লি, 6 অগাস্ট : লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির ভূমিকায় নাকি ক্ষুব্ধ সভানেত্রী সনিয়া গান্ধি ৷ আজ লোকসভায় অধীর যখন তাঁর বক্তব্য পেশ করছিলেন, তখনই সনিয়ার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কতটা বিরক্ত৷ যদিও কংগ্রেসের তরফে সরকারিভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

আজ লোকসভায় বিল পেশের পরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ প্রশ্ন তোলেন, জম্মু ও কাশ্মীর ইশু রাষ্ট্রসংঘ এখনও সমাধান করেনি ৷ 1948 থেকে রাষ্ট্রসংঘ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ তাহলে একে কেন অভ্যন্তরীণ বিষয় বলছেন ?

তখনই অধীরের দিকে কড়া দৃষ্টিতে তাকান সনিয়া ৷ রীতিমতো হাত নাড়িয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ৷ টিভিতে সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয় ৷ সূত্রের দাবি, সেই ঘটনাই প্রমাণ করেছে অধীরের উপর কতটা রুষ্ট দলনেত্রী ৷

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

যদিও এরপরই বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ শুরু করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

আরও পড়ুন : নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর

Last Updated : Aug 6, 2019, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details