পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমবার থেকে কাশ্মীরে খুলবে স্কুল-কলেজ; আংশিক চালু টেলিফোন, ইন্টারনেট - Jammu-Kashmir Curfew

13 দিনে পা রাখল কারফিউ ৷ সংবিধানের ধারা রদবদলের পর কেমন আছে কাশ্মীর, এই প্রশ্নটা আসছে ঘুরেফিরে ৷

13 দিনে পা রাখল কারফিউ ৷ সংবিধানের ধারা রদবদলের পর কেমন আছে কাশ্মীর, এই প্রশ্নটা আসছে ঘুরেফিরে ৷

By

Published : Aug 17, 2019, 8:20 AM IST

Updated : Aug 17, 2019, 3:14 PM IST

শ্রীনগর, 17 অগাস্ট: পেরিয়ে গিয়েছে 13 দিন ৷ কাশ্মীরে এখনও জারি রয়েছে কারফিউ ৷ এরই মধ্যে, ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিল প্রশাসন ।

অল ইন্ডিয়া রেডিয়ো-র মাধ্যমে ঘোষণা করে কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ সেইমতোই সরকারি দপ্তর খুলে গিয়েছে গতকাল ৷ সোমবার থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খুলছে ৷ এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা।

5 অগাস্টের পর যে কড়াকড়ি ছিল গতিবিধিতে, তা ধীরে ধীরে শিথিল হচ্ছে, একথাই জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে এ নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও ।

ল্যান্ডলাইন টেলিফোন পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম বলেন, '' এক্সচেঞ্জ অনুযায়ী, পরপর সেগুলি চালু করা হবে ৷ '' অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত পাকিস্তানের অভিযোগ নিয়ে গতকালই রুদ্ধদ্বার বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । প্রশাসনের বক্তব্য, 5 অগাস্ট থেকে দোকান, ব্যবসাপত্র, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সঙ্গত কারণেই ৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর ৷ জম্মু, রিয়াসি. সাম্বা, কাঠুয়া ও উধমপুরে 2জি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে বলে খবর৷

ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের তরফে বারবারই নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ করার চেষ্টা করা হচ্ছে । সঙ্গে এ-ও দাবি করা হয়েছে যে, বিশ্বের দরবারে পাকিস্তান কাশ্মীর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে যে কোনও সময়ে যা কিছুই ঘটাতে পারে । তাই প্রতি মুহূর্তেই সতর্কতা বজায় রাখছে প্রশাসন ৷

Last Updated : Aug 17, 2019, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details