ওড়িশা, 25 জানুয়ারি: ভুবনেশ্বরে বিজু পটনায়েক বিমানবন্দরে নির্মীয়মান অংশ ভেঙে প্রাণ হারালেন এক শ্রমিক ৷ বিমানবন্দরে কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে । 1 ও 2 নম্বর টার্মিনালের সংযোগস্থানে ভেঙে পড়া ছাদের তলায় চাপা পড়েন এক নির্মাণ কর্মী ।
ভুবনেশ্বর বিমানবন্দরে নির্মীয়মাণ অংশ ভেঙে মৃত শ্রমিক - ওড়িশা
বিজু পটনায়েক বিমানবন্দরের নির্মাণভবনে কাজ চলাকালীন 1 জন কর্মী মারা যান । জখম হন 1 জন । স্থানীয় হাসপাতালে তিনি ভরতি রয়েছেন ।
বিজু পাটনায়েক বিমানবন্দরের ভেঙে পড়া স্থান
ঘটনাস্থানে প্রাণ হারান তিনি । মৃতের নাম অন্তর্যামী গুরু । তিনি বাদাম্বার বাসিন্দা। ঘটনায় জখম হন নবকিশোর সোয়েন । তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
বিমানবন্দরে নির্মাণভবনে কাজ চলছিল সারারাত ৷ ছাদ ভেঙে পড়ার সময় সেখানে 10 থেকে 12 জন কর্মী কাজ করছিলেন। ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ কুমার জানা এই প্রসঙ্গে বলেন, "দুর্ঘটনাস্থানে NDRF, ODRAF এবং রাজ্যের দমকলবাহিনী দ্রুত পৌঁছায় । অন্য শ্রমিকদের উদ্ধার করে।"
Last Updated : Jan 25, 2020, 4:13 PM IST