পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে আটক ভীম আর্মি প্রধান, ফেরানো হল দিল্লিতে - Chandra Shekhar Azad

গতকালই ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করে হায়দরাবাদ পুলিশ ৷ আজ তাঁকে দিল্লি ফেরত পাঠানো হল ৷

CAA
ফাইল ছবি

By

Published : Jan 27, 2020, 9:20 AM IST

Updated : Jan 27, 2020, 9:52 AM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি : ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করল হায়দরাবাদ পুলিশ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য হায়দরাবাদে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই কর্মসূচির আগেই গতসন্ধ্যায় তাঁকে আটক করল পুলিশ ৷ আজ সকালেই তড়িঘড়ি তাঁকে দিল্লি ফেরত পাঠানো হয় ৷

আজ সকালে টুইটে তিনি জানান, "তেলাঙ্গানায় স্বৈরাচারী শাসন চলছে ৷ প্রথমে আমাদের লোকেদের মারধর করা হয় ও তারপর আমাকেও গ্রেপ্তার করা হয় ৷ এখন তারা (পুলিশ) আমাকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে এসেছে ৷ ওরা আমাকে দিল্লি ফেরত পাঠিয়ে দিচ্ছে ৷" এই টুইটে তিনি ট্যাগ করেছেন কে চন্দ্রশেখর রাওকেও ৷

হায়দরাবাদের মেহদিপটনমে ক্রিস্টাল গার্ডেনে গত সন্ধ্যায় CAA-র প্রতিবাদে মিছিল করার কথা ছিল চন্দ্রশেখর আজ়াদের ৷ কিন্তু সেই মিছিলের আগেই তাঁকে নিজেদের হেপাজতে নেয় হায়দরাবাদ পুলিশ ৷ পরে তাঁকে বলারাম থানায় নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : শর্তসাপেক্ষে দিল্লি ঢুকতে পারবেন ভীম সেনা প্রধান, জানাল আদালত

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, " ওই এলাকায় কোনওরকম প্রতিবাদ মিছিলের অনুমতি ছিল না ৷ তাই এলাকায় শান্তিভঙ্গের জন্য তাঁকে ভারতীয় দণ্ডবিধির 151 ধারায় আটক করা হয়েছে ৷"

ঠিক দিন দশেক আগেই তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার জন্য দিল্লির দায়রাগঞ্জ এলাকা থেকে গতমাসেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে ৷ গতকাল ফের আটক করা হল তাঁকে ৷

Last Updated : Jan 27, 2020, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details