হায়দরাবাদ, 27 জানুয়ারি : ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করল হায়দরাবাদ পুলিশ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য হায়দরাবাদে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই কর্মসূচির আগেই গতসন্ধ্যায় তাঁকে আটক করল পুলিশ ৷ আজ সকালেই তড়িঘড়ি তাঁকে দিল্লি ফেরত পাঠানো হয় ৷
আজ সকালে টুইটে তিনি জানান, "তেলাঙ্গানায় স্বৈরাচারী শাসন চলছে ৷ প্রথমে আমাদের লোকেদের মারধর করা হয় ও তারপর আমাকেও গ্রেপ্তার করা হয় ৷ এখন তারা (পুলিশ) আমাকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে এসেছে ৷ ওরা আমাকে দিল্লি ফেরত পাঠিয়ে দিচ্ছে ৷" এই টুইটে তিনি ট্যাগ করেছেন কে চন্দ্রশেখর রাওকেও ৷
হায়দরাবাদের মেহদিপটনমে ক্রিস্টাল গার্ডেনে গত সন্ধ্যায় CAA-র প্রতিবাদে মিছিল করার কথা ছিল চন্দ্রশেখর আজ়াদের ৷ কিন্তু সেই মিছিলের আগেই তাঁকে নিজেদের হেপাজতে নেয় হায়দরাবাদ পুলিশ ৷ পরে তাঁকে বলারাম থানায় নিয়ে যাওয়া হয় ৷