পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্টিলের বাসনের ব্যাঙ্ক, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে ভিলাইয়ের যুবতি

প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভিলাইয়ের বাসিন্দা শ্রদ্ধা সাহু দারুণ পদক্ষেপ করেছেন ৷ বানিয়েছেন নিজের একটি স্টিলের বাসনের ব্যাঙ্ক ৷ বিভিন্ন অনুষ্ঠানে বিনামূল্যে সেই বাসন ধার দেন ৷ যার ফলে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি গ্লাস, প্লেটের ব্যবহার খানিকটা হলেও বন্ধ হয়েছে ৷

Bhilai: Steel 'Crockery bank' to reduce plastic cutlery use
শ্রদ্ধা সাহু

By

Published : Jan 8, 2020, 8:14 AM IST

ভিলাই, 8 জানুয়ারি : প্লাস্টিকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছিলেন ৷ ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা শ্রদ্ধা সাহু প্লাস্টিকমুক্ত দেশ গঠনের জন্য বিগত দু'বছর ধরে প্রয়াস চালাচ্ছেন ৷ প্রয়াস সফল করতে স্টিলের বাসনের ব্যাঙ্ক বানিয়েছেন ৷

তিনি বিভিন্ন অনুষ্ঠানে স্টিলের বাসন ধার দেন বিনামূল্যে ৷ স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলা থেকে মানুষ তাঁর কাছে আসেন ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বিনামূল্যে বাসন নিয়ে যান ৷ অনুষ্ঠান হয়ে গেলে সময়মতো বাসন ফেরতও দিয়ে যান ৷ এর ফলে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি গ্লাস, প্লেটের ব্যবহার খানিকটা হলেও বন্ধ হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

শ্রদ্ধা জানান, পরিবারের সহযোগিতায় তিনি এই বাসন ব্যাঙ্ক তৈরি করেছেন ৷ স্থানীয় বিভিন্ন স্কুল থেকে তাঁকে এখন আমন্ত্রণ জানানো হয় ৷ পরিবেশ, স্বাস্থ্য ও পশুপাখির উপর সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পড়ুয়াদের বোঝান তিনি ৷ শ্রদ্ধার এই প্রয়াস প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে দেশবাসীকে ৷

ABOUT THE AUTHOR

...view details