পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে - ভারত বায়োটেকের কোভ্যাকসিন

জরুরি ক্ষেত্রে ব্যবহারে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

কোভ্যাকসিন
কোভ্যাকসিন

By

Published : Jan 2, 2021, 7:04 PM IST

Updated : Jan 2, 2021, 10:07 PM IST

দিল্লি, 2 জানুয়ারি : এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। ভারতে আপৎকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন ব্যবহারে আজ ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি ৷ এর আগে গতকাল ছাড়পত্র পায় অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড ৷ সরকারি সূত্রে খবর, বিশেষজ্ঞ প্যানেল ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাকসিন ব্যবহারে অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছে ৷ সরকার নির্ধারিত প্যানেলের ছাড়পত্র পাওয়ার পর এবার দেশজুড়ে এর ব্যবহার তখনই সম্ভব যখন সবুজ সংকেত দেবে ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই।

গতকাল কোভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য তথ্য জমা করেছিল ভারত বায়োটেক ৷ তবে সেই তথ্য যথেষ্ট নয় বলে জানিয়েছিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটি (এসইসি) ৷ পাশাপাশি ওই কমিটির তরফে আরও তথ্য জমার জন্য ভারত বায়োটেককে বলা হয় ৷

তারপরই আজ অতিরিক্ত তথ্য জমা দেওয়ার পর হায়দরাবাদ-ভিত্তিক সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন-এর জরুরি ব্যবহারে অনুমোদনের আবেদন পুনরায় আলোচনা করে এক্সপার্ট কমিটি ৷ তারপরই মেলে সীমাবদ্ধ জরুরি ব্যবহারের ছাড়পত্র ৷

আরও পড়ুন : জরুরি ক্ষেত্রে কোভিশিল্ড ব্যবহারে ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির

গতকাল ভারতে আপৎকালীন পরিস্থিতিতে আরেক কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারের ছাড়পত্র দেয় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি ৷ পুনেতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির জন্য অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বা এমএইচআরএ বুধবার এই ভ্যাকসিন মানব শরীরে ব্যবহারের অনুমতি দেয় ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ভ্যাকসিনটি তৈরি করেছেন ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা সংস্থা এর প্রস্তুতকারক।

Last Updated : Jan 2, 2021, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details