দিল্লি, 22 নভেম্বর : আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যেই বাজারে আসছে ভারত বায়োটেক সংস্থার তৈরি কোরোনা প্রতিষেধক কোভ্যাকসিন । জানালেন ভারত বায়োটেক সংস্থার কোয়ালিটি অপারেশনস বিভাগের প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ । এই প্রতিষেধক অন্তত 60 শতাংশ কার্যকর হবে বলে আশাবাদী তিনি ।
কোরোনার প্রতিষেধক কোভ্যাকসিন তৈরির জন্য ভারত বায়োটেক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । ভারত বায়োটেকের তৈরি কোরোনার টিকা কোভ্যাকসিন তার মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে পৌঁছে গেছে ৷ চলতি মাসেই শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ । 16 নভেম্বর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর কথা জানিয়েছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা ।