পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে সব, চার সন্তান নিয়ে ঠাঁই পাবলিক টয়েলেটে - Bengaluru Rain related news

বেঙ্গালুরুর একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে । ফলে অনেকের মতোই রশ্মি আম্মার বাড়ি তলিয়ে গেছে জলের তলায় । শেষে শৌচাগারে ঠাঁই হয়েছে তাঁর পরিবারের ।

bengaluru
bengaluru

By

Published : Oct 28, 2020, 5:02 PM IST

বেঙ্গালুরু, 28 অক্টোবর : বেঙ্গালুরুর একাধিক জায়গায় প্রায় দু'সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । জুন থেকে সেপ্টেম্বর, এমনকী অক্টোবরেও ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে এ শহর । ফলে জনজীবন বিপন্ন হয়েছে । তলিয়ে গিয়েছে বাড়ি-ঘর । যেমন রশ্মি আম্মার বাড়ি তলিয়ে গেছে জলের তলায় । শেষে শৌচাগারে ঠাঁই হয়েছে তাঁর পরিবারের ।

বান্নেরঘাট্টা লাক্কাসান্দ্রার একটি বস্তিতে বাড়ি ছিল রশ্মি আম্মার । সেই 10/10-র ঘরে মেয়ে, পুত্রবধূ, চার নাতি-নাতনিকে নিয়ে থাকতেন তিনি । কিন্তু বৃষ্টিতে সেই বাড়ির আর কোনও অস্তিত্ব নেই । খাবার-দাবার জলের তোড়ে ভেসে গিয়েছে । শেষে বিলসন গার্ডেনে চলে আসেন তাঁরা । সর্বজনের ব্যবহৃত শৌচাগারেই আশ্রয় নেন ।

সংসার বলতে এটুকুই

অনুষ্ঠান বাড়িতে সাফাইকর্মীর কাজ করতেন রশ্মি আম্মা । একসময় তাঁর মেয়ে গীতাও তাঁর সঙ্গে কাজ করতেন । কিন্তু কোরোনার কারণ তাঁদের দু'জনেরই কাজ বন্ধ হয়ে যায় ।

শৌচাগারেই ঠাঁই
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশ্মি :

সেই সময় শৌচাগারে পরিবারকে নিয়ে ছিলেন রশ্মি আম্মা । একজন সমাজকর্মীর তা নজরে আসে । সেই সমাজকর্মীর সামনেই কান্নায় ভেঙে পড়েন রশ্মি । হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন । মেয়ে গীতা এবং ওই সমাজকর্মী তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান । কিন্তু চিকিৎসক জানান, রশ্মি আম্মা আর নেই !

  • তবে গীতার জীবন শৌচাগারেই থমকে আছে :

মা'কে হারিয়েছেন গীতা । কিন্তু জীবন তো থেমে যায়নি । বরং, বেঁচে থাকার লড়াই এখনও জারি । মাতৃশোক বুকে নিয়েই চার সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন তিনি । স্থান সেই শৌচাগার । তাঁর সন্তানদের বয়স 4 থেকে 11 । মাথার উপর ছাদের জন্য একাধিক সরকারি দপ্তরে গণ্ডি কেটেছেন গীতা । কিন্তু সাহায্য মেলেনি । BBMP-র অনুমতি নিয়ে আপাতত সেই পাবলিক টয়েলেটেই দিন কাটছে তাঁদের । কেউ জানেন না, এই দুঃস্বপ্ন কবে শেষ হবে !

ABOUT THE AUTHOR

...view details