পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেঙ্গালুরুর হিংসাকারীদের সর্বোচ্চ শাস্তি দেবে পুলিশ - দাঙ্গাকারীদের সর্বোচ্চ শাস্তি

বেঙ্গালুরুর হিংসার ঘটনায় জখম হন 60 পুলিশকর্মী ৷ প্রাণ হারান তিনজন ৷

Bengaluru riot
Bengaluru riot

By

Published : Aug 27, 2020, 7:13 PM IST

বেঙ্গালুরু, 27 অগাস্ট : বেঙ্গালুরুতে হিংসায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে । বেঙ্গালুরু সিটি পুলিশের তরফে একথা জানালেন এক পুলিশ আধিকারিক।

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (CCB) ডেপুটি পুলিশ কমিশনার (DCP) কুলদীপ জৈন এ'বিষয়ে জানান, "আমাদের মূল উদ্দেশ্য যতদিন সম্ভব হিংসাকারীদের কারাগারে আটকে রাখা।" তিনি বলেন, “আদালতের কাছে হিংসায় জড়িতদের মুক্তি না দেওয়ার আবেদন করবে পুলিশ । কারণ, এদের ছেড়ে দিলে ফের যে কোনও অপরাধ করতে পারে এবং সহজেই কারাগারের শর্ত ফাঁকি দিতে পারে ।” DCP বলেন, "11 অগাস্ট রাতে বেঙ্গালুরুতে হিংসার ঘটনায় ইতিমধ্যে 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।"

প্রসঙ্গত, 11 অগাস্ট সোশাল মিডিয়ায় একটি আপত্তিকর পোস্ট ঘিরে বেঙ্গালুরুর পুলিকেশিনগরে ধুন্ধুমার হয় । একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অপমান করার অভিযোগে বিধায়কের বাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা । গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসা পুলিশকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের । জখম হন 60 জন পুলিশকর্মী । ঘটনায় প্রাণ হারান তিন জন । জারি করা হয় 144 ধারা ।

ABOUT THE AUTHOR

...view details