বেঙ্গালুরু, 24 জুলাই : কোরোনায় আক্রান্ত ফ্ল্যাটের এক বাসিন্দা ৷ সেকারণে, সেই ফ্ল্যাটের দরজা টিন দিয়ে আটকে দেওয়া হল ৷ যাতে ওই ফ্ল্যাটের কেউ বাইরে আসতে না পারে ৷ ঘটনা বেঙ্গালুরুর ডোম্মালুরের ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা ও দুই শিশু-সহ পাঁচজন ছিলেন ৷ তারপরও টিন দিয়ে বাইরে থেকে আটকে দেওয়া হয় ৷
গতকাল সকালে ডোমাল্লুরের ওই ফ্ল্যাটের একজনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বিষয়টি জানতে পেরেই বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার তরফে সেখানে কর্মী পাঠানো হয় ৷ তারা ফ্ল্যাটের দু'টি ঘরের দরজা টিন দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় । দুই ঘরে তখন পাঁচ জন ছিলেন । টিন দিয়ে দরজা বন্ধ করে দেওয়ায় তাঁরা ভিতরেই আটকে পড়েন ৷ এই নিয়ে ভিতরে আটকে পড়া মহিলা একটি টুইট করেন । সেখানে, নিজেদের অবস্থা জানান ৷ সেই টুইটবার্তাটি ভাইরাল হয় ৷ যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় সোশাল মিডিয়ায় । একজন কোরোনা আক্রান্তের সঙ্গে কেন আরও চার জনকে আটকে রাখা হল, চিকিৎসার ব্যবস্থা না করে কেনই বা আটকে রাখা হল এই সব প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷