পিথোরাগড়, 14 জানুয়ারি : উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কলকাতার বাসিন্দার । মৃতের নাম বলাই দত্ত । আজ সকালে শৌচালয়ে যাওয়ার সময় জ্ঞান হারান তিনি । তড়িঘড়ি সহযাত্রীরা তাঁকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসকরা বলাইকে মৃত বলে ঘোষণা করেন ।
পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে মৃত্যু কলকাতার বাসিন্দার
পাতাল ভুবনেশ্বর ঘুরতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা বলাই দত্তের।
বলাই দত্তের বাড়ি কলকাতার বেলঘরিয়ার ওল্ড নিমতা রোডে । পশ্চিমবঙ্গ থেকে পাতাল ভুবনেশ্বর গুহা ঘুরতে আসা 22 জনের দলে ছিলেন তিনি । পাতাল ভুবনেশ্বর থেকে আধ ঘণ্টা দূরত্বে গঙ্গোলিহাটের একটি নিজস্ব রিসর্টে ছিলেন বলাই ও অন্যরা । সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পথে জ্ঞান হারান বলাই । তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা শুরু করেন সহযাত্রীরা । কিন্তু জ্ঞান ফেরেনি । এরপর বলাইকে নিকটবর্তী গঙ্গোলিহাট হাসপাতালে যান তাঁরা । সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বলাইকে ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতে । ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পিথোরাগড়ে পাঠানো হয়েছে ।