কলকাতা, 3 অগাস্ট : দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । এই পরিস্থিতিতে গত জুন মাস থেকে কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউন শিথিল করা হয়েছে । বর্তমানে দেশে আনলক 3.0 পর্ব চলছে । লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিষেবা স্বাভাবিক হয়েছে । তারপরও পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বেড়েছে । জুলাই মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বেড়েছে প্রায় 6.8 শতাংশ । যেখানে জুন মাসে বেকারত্বের হার ছিল 6.5 শতাংশ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-র একটি রিপোর্টে এমনটাই বলা হয়েছে ।
অন্যদিকে, মুম্বইয়ের থিঙ্ক-ট্যাঙ্কের মাসিক তথ্য বলছে, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসে বেকারত্বের হার জুন মাসের 10.99 শতাংশ থেকে হ্রাস পেয়ে 7.43 শতাংশে দাঁড়িয়েছে ।