পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"সংবিধানকে উপেক্ষা করছেন", শাহের সঙ্গে বৈঠক শেষে মমতাকে নিশানা রাজ্যপালের

বাংলার পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জগদীপ ধনকড় । বৈঠক শেষে দিল্লির সংবাদমাধ্যমের সামনেও রাজ্যের বিরুদ্ধে সরব হলেন জগদীপ ধনকড় ।

Bengal Governor Jagdeep Dhankhar
ধনকড়

By

Published : Oct 29, 2020, 1:44 PM IST

Updated : Oct 29, 2020, 7:39 PM IST

দিল্লি ও কলকাতা, 29 অক্টোবর : দার্জিলিং যাওয়ার আগে কেন অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল ? শুধুই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, নাকি অন্য কোনও বিষয় রয়েছে । সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে । বাংলার পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জগদীপ ধনকড় । বৈঠক শেষে দিল্লির সংবাদমাধ্যমের সামনে একইভাবে রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেল ধনকড়কে । তাঁর বক্তব্যে উঠে এল রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ । বললেন, সংবিধান ও আইন-প্রশাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী ।

গতকাল দিল্লি যাওয়ার আগেই টুইটে জানিয়েছিলেন অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন । দার্জিলিং যাওয়ার আগে কেন শাহর সঙ্গে বৈঠক, জল্পনা তুঙ্গে ওঠে । আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল ধনকড় । তিনি জানান, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য ইশু নিয়ে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছ ।

এরপরই রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যকে আক্রমণ করেন তিনি । মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর, প্রত্যেকেই ছিলেন তাঁর নিশানায় । রাজ্যের প্রশাসনিক ব্যবস্থারও তীব্র সমালোচনা করেন রাজ্যপাল । সংবাদমাধ্যমের কাছে "বাংলার পরিস্থিতি" তুলে ধরেন । বলেন, "দেশের সংবাদমাধ্যমের পশ্চিমবঙ্গের কথা জানা উচিত ।"

কী কী বললেন ধনকড়

"নৈরাজ্য চলছে" । এ'কথা রাজ্যপালের মুথে প্রথম নয় । একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই অভিযোগই তুলেছেন তিনি । আজও সাংবাদিক বৈঠকে সে কথা বলেন । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । সংবিধান, আইন-প্রশাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী । প্রাশসনকে বারবার চিঠি লিখেও উত্তর পাইনি । শুধু পুলিশের মাধ্যমে শাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । " প্রশ্ন করেন, রাজনৈতিক আদেশ পালন করতেই কি রয়েছে পুলিশ?

পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা খুনের প্রসঙ্গও উঠে আসে রাজ্যপালের বক্তব্যে । BJP নেতার রহস্যমৃত্যুতে আগেও সরব হয়েছিলেন তিনি । আজ সাংবাদিকদের সামনে সেই বিষয়েও কথা বলেন । রাজ্যে রাজনৈতিক হানাহানি চলছে । রাজনৈতিক নেতারা খুন হন বলে অভিযোগ করেন ধনকড় । একুশের বিধানসভা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, "এই পরিস্থিতিতে কীভাবে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, সেই নিয়ে আমি চিন্তিত । "

কী বললেন রাজ্যপাল

রাজ্যে নারী নির্যাতন এবং অপহরণের সংখ্যার একটি তালিকা প্রকাশ্যে এনেছিলেন আগেই । টুইটে সে তালিকা প্রকাশ করায় রাজ্য-রাজ্যপাল তরজা চড়েছিল তুঙ্গে । রাজ্যপালের সে তালিকায় তথ্য বিকৃত হয়েছে বলে দাবি করেছিল স্বরাষ্ট্রদপ্তর । আজ সাংবাদিক বৈঠকে রাজ্যে নারী নির্যাতনের কথা আবার উল্লেখ করেন ধনকড় । ধর্ষণ এবং অপহরণ বেড়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি । অভিযোগ করেন, আমলারা সরাসরি রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করছেন ।

প্রশাসন রাজ্যের পরিস্থিতি নিয়ে নীরব । বারবার চিঠি দিয়েও উত্তর আসে না । রাজ্য সরকার কোনওভাবেই রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে রাজি নয় বলে অভিযোগ করেন তিনি ।

Last Updated : Oct 29, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details