দিল্লি, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । সেই নির্দেশিকা রাজ্যসভায় পড়ে শোনান স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ । এর ফলে দেশের বাকি রাজ্যগুলির মতো এবার থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা কোনও পতাকা থাকবে না ৷ এবার থেকে ভারতের জাতীয় পতাকা উড়বে সেখানে ৷
1954 সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের নির্দেশে 35-এ ধারাকে 370 ধারার সঙ্গে সংযুক্ত করা হয় । সেই ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য কোনও রাজ্যের বাসিন্দারা এখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না । তবে এবার থেকে জম্মু ও কাশ্মীর বা লাদাখে জমি বা বাড়ির মতো সম্পত্তি কিনতে পারবেন দেশের অন্যান্য প্রান্তের যে কোনও ব্যক্তি ৷ এছাড়া এজন্য জম্মু ও কাশ্মীর সরকার অন্য প্রদেশের নাগরিকদের চাকরিতে রাখতে পারত না । তবে জম্মু ও কাশ্মীরে এবার সরকারি চাকরি পেতে পারবেন অন্য রাজ্য থেকে আসা মানুষও ৷