আহমেদাবাদ, 1 ফেব্রুয়ারি : চলতি মাসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় । চার ম্যাচের সিরিজ়ে তৃতীয় ম্যাচটি 24 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে মোতেরা স্টেডিয়ামে । এই ম্যাচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর ।
বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম হল মোতেরা । যার নতুন নাম হয়েছে- সর্দার প্যাটেল স্টেডিয়াম । এই স্টেডিয়ামে দর্শক আসনের সংখ্যাও অনেক বেশি । প্রায় 1 লাখ 10 হাজার দর্শক বসতে পারে । তবে কোরোনা প্যানডেমিকের কারণে সেই আসন পূরণ হবে না বলে মনে করা হচ্ছে । বিসিসিআই সূত্রের খবর, বোর্ডের তরফে 50 শতাংশ আসন পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । সূত্রের খবর, যেহেতু আসন সংখ্যা লাখের বেশি, সেক্ষেত্রে জিসিএ খুব সহজেই 50 শতাংশ আসন পূরণ করতে পারবে । গণমাধ্যমগুলি মাঠে উপস্থিত থেকে সম্প্রসারণ করতে পারবে ।