ওয়াশিংটন, 17 নভেম্বর : ভারতের জন্য় সবসময় তাঁর মনে একটি বিশেষ স্থান রয়েছে ৷ "আ প্রমিস ল্য়ান্ড" নামক বইতে একথা লিখেছেন অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ তাঁর এই অনুভূতির কারণ হিসেবে তিনি লিখেছেন, শৈশবে ইন্দোনেশিয়ায় থাকার সময় ভারতের দুই মহাকাব্য় রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছিলেন ৷ যা তাঁকে অনুপ্রেরণা জোগায় ৷
ওবামা তাঁর বইয়ে লিখেছেন, সম্ভবত ভারত বিশাল একটি দেশ যেখানে বিশ্বের জনসংখ্য়ার ছ'ভাগের একভাগ বসবাস করে ৷ আনুমানিক দু’হাজার স্বতন্ত্র গোষ্ঠী এবং সাতশোর বেশি ভাষা রয়েছে ৷
2010 সালে প্রেসিডেন্ট হিসেবে ভারতে যান ওবামা । তার আগে তিনি কোনওদিন সেদেশে যাননি ৷ তা সত্ত্বেও তাঁর চিন্তাভাবনায় ভারতের জন্য় বিশেষ একটি স্থান রয়েছে বলে বইটিতে উল্লেখ করেছেন ৷ এর কারণ হিসেবে তিনি তাঁর বইয়ে লেখেন, হতে পারে ছোটোবেলায় ইন্দোনেশিয়ায় থাকার সময় ভারতের মহাকাব্য় রামায়ণ ও মহাভারত শোনার কারণেই তাঁর এই বিশেষ অনুভূতি ৷ তিনি এও উল্লেখ করেছেন, তাঁর এই বিশেষ অনুভূতির আরও কয়েকটি কারণ হতে পারে । যেমন- পূর্বের ধর্মীয় আচার-আচরণে তাঁর আগ্রহ বা তাঁর একসময়ের ভারত ও পাকিস্তানের কয়েকজন সহকর্মী, যাঁরা তাঁকে ডাল ও কিমা রান্না করা শিখিয়েছিলেন ৷ এমনকী বলিউডের সিনেমার প্রতি ঝোঁক তৈরি করেছিল ৷
"আ প্রমিস ল্য়ান্ড" বইটি দু’টি ভাগে প্রকাশ পাবে ৷ যার প্রথম ভাগটি মঙ্গলবার থেকে বিশ্বের সর্বত্র পাওয়া যাবে ৷ প্রথম ভাগে ওবামা তাঁর 2008 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার থেকে প্রেসিডেন্ট হিসেবে প্রথম পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ৷