পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের ব্যাঙ্ক-ব্যবস্থা চাপে রয়েছে : অভিজিৎ - Nobel laureate and economist

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী । তিনি মনে করেন, বর্তমানে মুক্ত অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কমে গেলে দেশের অর্থনীতি অত্যন্ত সমস্যার সম্মুখীন হয় ।

Abhijit Banerjee
Abhijit Banerjee

By

Published : Jan 27, 2020, 5:52 AM IST

Updated : Jan 27, 2020, 9:39 AM IST

জয়পুর, 27 জানুয়ারি : দেশের ব্যাঙ্ক ব্যবস্থা অত্যন্ত চাপের মধ্যে রয়েছে । বর্তমান সরকারের অবস্থা এই মুহূর্তে এতটা ভালো নয় যে এই সমস্যা থেকে উদ্ধার করতে এগিয়ে আসতে পারে । রবিবার জয়পুরের 13 তম লিটারারি ফেস্টিভ্যাল'-এ এই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে তার দাবি, অর্থনীতির এই নিম্নমুখী গতি শুধু অটোমোবাইল ক্ষেত্র নয়, সাধারণ মানুষকেও কেউ অত্যন্ত দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "দেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যাঙ্কিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিন্তু এই ক্ষেত্রটা সবথেকে সমস্যার মধ্যে আছে । সরকারের বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে তারা কোনওভাবেই এই পরিস্থিতি থেকে মুক্ত করতে পারছে না ।"

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কথায়, "প্রতিনিয়ত গাড়ি এবং দুই চাকার বিক্রি কমছে । সাধারণ মানুষ এই সকল দ্রব্য কিনতে একেবারে স্বচ্ছন্দ নন এই মুহূর্তে ।" তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আশা প্রকাশ করেছেন নোবেলজয়ী । তাঁর কথায়, এই মুহূর্তে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো । তবে কতদিন পরিস্থিতি অনুকূল থাকবে সে সম্পর্কে আশার আলো দেখাতে পারেননি নোবেলজয়ী । অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, কঠিন অর্থব্যবস্থা থেকে দেশ মুক্তি পাবে । তবে ভারতের হাতে এখন সেই পরিমাণ অর্থ নেই যা বর্তমান পরিস্থিতি থেকে দেশকে মুক্তি দিতে পারে ।

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী । তিনি মনে করেন, বর্তমানে মুক্ত অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কমে গেলে দেশের অর্থনীতি অত্যন্ত সমস্যার সম্মুখীন হয় । এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার জন্য সরকারের নীতির অতি অবশ্যই পরিবর্তন দরকার বলে মনে করেন নোবেলজয়ী । তিনি মনে করেন, কিভাবে বিদেশি লগ্নি বাড়ানো যায় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের ।

পাশাপাশি বর্তমানে দেশে কোনও শক্তিশালী বিরোধী পক্ষ না থাকার বিষয়টিও উল্লেখ করেন নোবেলজয়ী । তিনি মনে করেন, যে কোনও গণতান্ত্রিক কাঠামোয় শক্তিশালী বিরোধী পক্ষেরই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ । মজবুত এবং শক্তিশালী বিরোধী পক্ষ থাকলে সরকার কাজের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হবে বলে মনে করেন নোবেলজয়ী । তাঁর বিশ্বাস, বিরোধীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতিকে মজবুত করতে সরকার সদর্থক পদক্ষেপ করতে বাধ্য হয় ।

Last Updated : Jan 27, 2020, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details