পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 21, 2019, 2:18 PM IST

ETV Bharat / bharat

ব্যাঙ্কের KYC-এ যুক্ত হচ্ছে ধর্মীয় পরিচয় ?

রিজ়ার্ভ ব্যাঙ্কের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রেগুলেশন অ্যাক্ট বা FEMA রেগুলেশন আইনে এই পরিবর্তন আনা হয়েছে ৷ এই আইনে পরিবর্তনের ফলে প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, ক্রিশ্চান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এ দেশ NRO অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সম্পত্তি ক্রয় করতে পারবেন । কিন্তু এক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি ৷

RBI
ফাইল ছবি

বেঙ্গালুরু ও মুম্বই, 21 ডিসেম্বর : ব্যাঙ্কের 'নো ইওর কাস্টমার' (KYC) ফর্মে একটি নতুন সংযোজন হতে চলেছে ৷ KYC ফর্মে ধর্মীয় পরিচয় উল্লেখ করতে হবে, মনে করা হচ্ছে সেই কারণেই একটি নতুন 'কলাম' যুক্ত হচ্ছে ৷

রিজ়ার্ভ ব্যাঙ্কের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রেগুলেশন অ্যাক্ট বা FEMA রেগুলেশন আইনে এই পরিবর্তন আনা হয়েছে ৷ এই আইনে পরিবর্তনের ফলে প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, ক্রিশ্চান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এ দেশ NRO অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সম্পত্তি ক্রয় করতে পারবেন । কিন্তু এক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি ৷

রিজ়ার্ভ ব্যাঙ্কের ফেমা আইনে পরিবর্তনের আগে ভারতে বসবাসকারী যে কোনও বিদেশি নাগরিক দীর্ঘকালীন সময়ের জন্য FA রেসিডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারতেন এবং ছয় মাসের জন্য NRO অ্যাকাউন্ট খুলতে পারতেন । কিন্তু সেই ব্যক্তির ধর্ম বা দেশ দেখা হত না ।

আরও পড়ুন : ফের রেপো রেট কমাল RBI, কমতে পারে সুদের হার

এছাড়া ভারতে ছয় মাসের বেশি সময় ধরে বসবাসকারী কোনও বিদেশি নাগরিক, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চিন, ইরান, নেপাল বা ভুটানের নাগরিক না হলেও বসবাসের জন্য সম্পত্তি ক্রয় করতে পারতেন আগের নিয়মে । এই প্রসঙ্গে কান্নান গোপীনাথন (কাশ্মীরে পরিস্থিতির ইশুতে প্রতিবাদে ইস্তফা দেওয়া IAS ) বলেন, কেন্দ্রে সরকারের নিজস্ব নীতি অনুযায়ী, এ জাতীয় পরিবর্তন আনা হচ্ছে ৷ ব্যাঙ্কের KYC-তে ধর্মীয় পরিচয় সংযোজন হলে তা CAA প্রণয়নের মতোই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details